প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ২১:৩৫
সাবেক পৌর কমিশনার আলী আহমদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ কেন্দ্রীয় তাঁতীদলের

গত ৩ ডিসেম্বর মঙ্গলবার চাঁদপুর জেলা তাঁতীদলের আহ্বায়ক ও পৌর ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ আলী আহমদ সরকারের ওপর আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ন্যাক্কারজনক এই সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ দুলাল খান ও সদস্য সচিব মোঃ মজিবুর রহমান।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সাথে হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর সকালে চাঁদপুর নদীবন্দরে নির্মাণাধীন চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল ও লঞ্চঘাট প্রকল্প কাজের অগ্রগতি সরজমিনে দেখার জন্য এসেছিলেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। তখন ৭নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলী আহমদ কমিশনার সেখানে ছিলেন। উপদেষ্টা চলে যাবার সময় কয়েকটি ট্রলারভর্তি কিছু লোক উপদেষ্টার কাছে কী যেন একটি বিষয়ে দাবি জানাতে নদীতে অবস্থান নেয়। তারা আওয়ামী লীগের লোকজন মনে করে নদীবন্দর এলাকার পুরাণবাজার ১নং ঘাটে স্থানীয় লোকজনের সাথে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত তাঁতীদলের জেলা আহ্বায়ক আলী আহমদ কমিশনারসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মীর উপরও অতর্কিত হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হয়।