শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২১:৫১

ফরাজীকান্দিতে যুবদলের অফিস উদ্বোধন ও আলোচনা সভায় বক্তারা

মতলব উত্তরে মায়া চৌধুরীর অত্যাচারে বিএনপি কেনো, নিরীহ আওয়ামী লীগাররাও ঘরে ঘুমাতে পারেনি

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে মায়া চৌধুরীর অত্যাচারে বিএনপি কেনো, নিরীহ আওয়ামী লীগাররাও ঘরে ঘুমাতে পারেনি
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দিতে যুবদলের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখছেন।

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি নাজমুল হাসান গাজীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরে আলম অপু'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সি, সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, যুগ্ম সম্পাদক আমিনুল এহসান ফেরদৌস, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সদস্য সচিব রাশেদ জামান টিপু, চাঁদপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নান্নু মিয়া গাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহম্মদ, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মামুন হোসেন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদলের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। কারণ শহীদ জিয়ার আদর্শে গড়া যুবদলই দেশের আগামীর ভবিষ্যৎ। একই সঙ্গে সদ্য বিদায়ী ফ্যাসিবাদী শক্তি যাতে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে লুটপাট, ব্যাংক ডাকাতি আর উন্নয়নের নামে আর কোনোদিন ভাঁওতাবাজি করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং সাধারণ জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে সেজন্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ কাজ করতে হবে।

বক্তারা আরো বলেন, এই মতলবে মানুষ গুম, হত্যা, জুলুম ও লুটপাটকারী সংগঠন আওয়ামী লীগের একজন সন্ত্রাসী নেতা ছিলো, যার নাম মায়া চৌধুরী। যিনি আজ পালিয়ে বেড়াচ্ছেন। যার অত্যাচারে মতলবে বিএনপির কেনো নিরীহ আওয়ামী লীগাররাও তার কথার বাইরে গেলে ঘরে ঘুমাতে পারেনি। অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়েছে।

বক্তারা যুব নেতাদের উদ্দেশ্যে বলেন, মানুষের ওপর কোনো অন্যায়-অত্যাচার করা যাবে না। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ যেমনটি মানুষের সঙ্গে করেছে, সে সব কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেয়া হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়