রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ২১:০৩

চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমে জেলা বিএনপির মতবিনিময় সভা

হিন্দু-মুসলিম ভাই ভাই চাঁদপুরে আমরা একসাথে চলতে চাই

--- অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম

স্টাফ রিপোর্টার
হিন্দু-মুসলিম ভাই ভাই চাঁদপুরে আমরা একসাথে চলতে চাই

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ একেএম সলিম উল্লাহ সেলিম বলেছেন,চাঁদপুরের গণমানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের ডাইরেক্ট নির্দেশ হিন্দু মুসলিম ভাই ভাই আমরা চাঁদপুরে একসাথে চলতে চাই। সোমবার বিকালে চাঁদপুর শহরের রামকৃষ্ণ মিশন ও আশ্রম পরিদর্শনে গিয়ে রামকৃষ্ণ আশ্রম গভর্নিং বডি এবং

সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন,পরাজিত অপশক্তিরা এখন মানুষের মাঝে আতঙ্ক ছড়াতে চাচ্ছে।আপনারাও এদেশের সন্তান। আপনাদের কিসের ভয় কিসের আতঙ্ক। ভয় আর আতঙ্কতো থাকবে তাদের যারা এদেশে লুটপাট করেছে আগুন সন্ত্রাস করেছে।আমার এবং আপনার মধ্যে কোন পার্থক্য নেই। এবং পার্থক্য হতে দিবো না।আপনারা সাহস নিয়ে চলবেন।বুক ফুলিয়ে চলবেন।কিন্তু কোন রাজনৈতিক বেরাকলে পড়বেন না।

তিনি আরো বলেন,দেশের প্রত্যেকটা অন্যায় অত্যাচারের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিল। কিন্তু আওয়ামী লীগ একটি ঘটনারও বিচার করেনি। চাঁদপুরে আজকে একটি সমাবেশ হচ্ছে। অথচ চাঁদপুরের কোথাও কি হিন্দু সম্প্রদায়ের উপর কিছু হয়েছে, হয়নি।তাহলে কিসের সমাবেশ। আপনারা আপনাদের সন্তানদের বুঝান যে চাঁদপুরে এরকম কিছু ঘটেনি।শাহবাগ থেকে দাবি উঠেছে সংখ্যালঘু আইন করতে হবে।আমরা কিন্তু আপনাদের সংখ্যালঘু বলিনি।আপনারা কেন সংখ্যালঘু হবেন। আপনারাতো আমাদেরই ভাই।

রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সভাপতি ডা. পরেশ চন্দ্র পালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কৃষ্ণ পালের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী,পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ স্বামী স্থীরআত্মানন্দ মহারাজ, প্রতিবেশী অনিমেষ ঘোষ, গভর্নিং বডির সদস্য মানব মিশ্র, সুজিত চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ উদ্দিন পলাশ,সদস্য ইখতিয়ার উদ্দিন শিশু সহ আশ্রমের গভর্নিং বডির সদস্য ও বক্তবৃন্দ।

বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বলেন,

ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। উপাসনালয়গুলোতে হামলার বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টা করছে দুর্বৃত্তরা।

তারা আরো বলেন, শেখ হাসিনার পতন হলেও তার দোসররা নানা রকম চক্রান্তে লিপ্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করার ষড়যন্ত্র চলছে।

এ ব্যাপারে হিন্দু সম্প্রদায়কে বিএনপির পাশে থাকার আহবান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়