শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়

কোনো সভা-সমাবেশ নয়, সাধারণ মানুষের খোঁজ-খবর নিতে এসেছি : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

কোনো সভা-সমাবেশ নয়, সাধারণ মানুষের খোঁজ-খবর নিতে এসেছি : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
বিমল চৌধুরী ॥

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত সময়ের এ মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী সকলের সুস্বাস্থ্য কামনা করে বলেন, বৃহত্তর আওয়ামী পরিবারের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের সাথে দেখা করতে এবং তাদের খোঁজ-খবর নিতে আমি চাঁদপুর এসেছি। জানতে এসেছি তারা কেমন আছেন? কোনো সভা-সমাবেশ করার জন্যে আমি আসিনি। তিনি বলেন, বৈশ্বিক করোনায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে, আমরা আমাদের নেতা-কর্মীদের হারিয়েছি, এই হারানোর ব্যথা ভুলবার নয়। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা তাঁর কর্মী হিসেবে সে পথে হাঁটছি। তিনি বলেন, করোনা থেকে বাঁচতে হলে আমাদের সচেতন থাকতে হবে। যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তারা এবং যারা গ্রহণ করেননি তাদের সকলকেই মাস্ক ব্যবহার করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারায় দেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্যে অপশক্তি এখনো সক্রিয় রয়েছে। তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমাদের সাবধান থাকতে হবে। আমরা সকলে মিলে, সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াব। ডাঃ দীপু মনি বলেন, আমাদের মাঝে কোনো বিরোধ নেই। আমরা এক ও অভিন্ন থেকে দেশের উন্নয়নে কাজ করবো, জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলবো। তিনি তার উপর অর্পিত দায়িত্ব যাতে সৎ ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন, সেজন্যে সকলের দোয়া কামনা করেন।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউছুফ গাজী, সহ-সভাপতি সন্তোষ কুমার দাস, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিণয় ভূষণ মজুমদার, সদস্য আইয়ুব আলী বেপারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আর্শ্বাদ মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আজিজ খান বাদল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধাগোবিন্দ গোপ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়