বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১৭:২৬

লক্ষ্মীপুর ইউনিয়ন মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক জেলে সমাবেশ

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর ইউনিয়ন মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক জেলে সমাবেশ

ইলিশ আমাদের রূপালি সম্পদ। এই সম্পদ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। তালিকাভুক্ত জেলেদের জন্য রয়েছে সরকারি প্রণোদনা ও সহায়তা।মা ইলিশ রক্ষায় সচেতনতার বিকল্প নেই।চাঁদপুর মেঘনা নদী এলাকার চাঁদপুর সদর,হাইমচর ও মতলব উত্তর উপজেলার জেলেদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ইউনিয়ন পর্যায় জনসচেতনতামূলক সভা করছে জেলা উপজেলা প্রশাসন।

৫ অক্টোবর বৃহস্পতিবার বিকালে আসন্ন মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ কার্যকরী করতে চাঁদপুর জেলার লক্ষীপুর ইউনিয়নে একটি সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক চাঁদপুর কামরুল হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মো: কামরুজ্জামান পিপিএম, নৌ পুলিশ সুপার, চাঁদপুর, জেলা মৎস্য কর্মকর্তা, সদর মডেল থানার পরিদর্শক, কোস্টগার্ড প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা বলেন, সরকার মৎস্যজীবীদের জন্য এই সময়ে প্রনোদনার ব্যবস্থা করেছে। সুতরাং এই নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধ রেখে জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়