শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১৯:৩৫

১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মতলব উত্তরে কারেন্ট জালসহ আটক ৬ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে কারেন্ট জালসহ আটক ৬ জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড
মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক ৬ জন।

মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জালসহ ৬ জেলে আটক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে আসামী পাঁচজনকে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) ভোর ৭টা হতে সকাল ১১টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন অংশে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মেঘনা নদীর চর উমেদ ও বোরোচর হতে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ৬ জন আসামী আটক করা হয়। আটককৃত ৫ জনকে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন মতলব উত্তর উপজেলার চর উমেদ গ্রামের রমিজ মালের ছেলে রফিকুল ইসলাম (২৫), আব্দুল লতিফ ভেদার ছেলে সানি (২০), নাসির গাজীর ছেলে রহমত আলী (২০), খাজা মোহাম্মদ গাজীর ছেলে নূর ইসলাম (৩২), আব্দুল লতিফ ভেদার ছেলে মাসুদ আলম (২১) ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামী নূর মোহাম্মদ গাজীর ছেলে আরিফ (২০)।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মিলন খান ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কমলেশ সরকার।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, মা ইলিশ রক্ষা অভিযানে জালসহ ৬জনকে আটক করা হয়েছে। মোবাইল কোর্টে ৫ জনকে বিনাশ্রম কারাদণ্ড ও ১জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারের বিধিনিষেধ অমান্য করায় ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়