বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৪

হাজীগঞ্জে মাদকসহ আটক হয়ে পদ হারালেন যুবলীগ সেক্রেটারী

হাজীগঞ্জে মাদকসহ আটক হয়ে পদ হারালেন যুবলীগ সেক্রেটারী
অনলাইন ডেস্ক

ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মাদকসহ আটক হওয়ার কয়েক ঘন্টার মধ্যে পদ হারালেন। উপজেলা যুবলীগ দলীয় প্যাডে বিবৃতির মাধ্যমে জাকির হোসেন শাহীন নামের এই নেতাকে বহিস্কার করেন। এর আগে গত বুধবার (১২ সেপ্টেম্বর) এই নেতা তার নিজ এলাকা থেকে সহযোগীসহ ৮শ ইয়াবা নিয়ে থানা পুলিশের হাতে আটক হন। শাহিন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ ৫ নং সদর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদব পদে আসীন রয়েছেন প্রায় ৪ বছর ধরে। 

 উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেনের যৌথ স্বাক্ষরিত দেয়া  অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সু-শৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা প্রত্যেক নেতা-কর্মীর নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি জাকির হোসেন শাহীন ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের (পশ্চিম শাখা) যুবলীগের সাধারণ সম্পাদক।

আপনার (জাকির হোসেন শাহিন) বিরুদ্ধে মাদক বিক্রয়ের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় আপনাকে এহেন (এমন) কর্মকান্ডের জন্য সংগঠনের উক্ত (সাধারণ সম্পাদক) পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। সংযুক্তি হিসাবে চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কে অনুলিপি দেওয়া হয়েছে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে হাজীগঞ্জ সদর ইউনিয়নের কৈয়ারপুল বাজারের দক্ষিন পার্শ্বে উচ্চঙ্গাঁ গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জাকির হোসেন শাহিন ও আজাদ গজীকে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিছবাহুল আলম চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স আটক করে। 

আটক জাকির হোসেন শাহিন হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উচ্চাঙ্গাঁ গ্রামের মুন্সি বাড়ীর মো. নুরুল আমিনের ছেলে এবং অপরর চিহ্নিত আসামী আজাদ গাজী চাঁদপুর সদর উপজেলার সেনগাঁও গ্রামের গাজী বাড়ীর নুরুল ইসলাম কালু গাজীর ছেলে।

ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ চাঁদপুর কন্ঠকে জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়