প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০০:১৪
তারেক-জোবায়দার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা ছাত্রদল। বুধবার সন্ধ্যায় রায়ের প্রতিবাদে শহরের শপথ চত্বর হতে মিছিলটি বের হয়ে মুক্তিযুদ্ধের স্তম্ভ অঙ্গীকার পাদদেশে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী।ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় নেতারা অভিযোগ করেন, আন্দোলনে ভীত হয়ে সরকারের সাজানো মামলায় তারেক-জোবায়দাকে এই সাজা দেওয়া হয়েছে।