প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:০০
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি
সুবিধাবঞ্চিত শিশুদের জীবন সুন্দর করতে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন
চাঁদপুর শহরের বাবুরহাট সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। ১০ এপ্রিল সোমবার বাদ আসর এ ইফতারের আয়োজন করে চাঁদপুর জেলা ছাত্রলীগ। এতিম শিশুরা ছাড়াও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ এ ইফতারে অংশ নেন।
|আরো খবর
এই উপলক্ষে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, ইফতারের সময় আমাদের দোয়া কবুল হয় এবং আল্লাহপাক গুনাহ মাফ করে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ সবসময় মানুষের জন্যে কাজ করে। আপনারা দেখেছেন, করোনা অতিমারির সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে অনেক পরিশ্রম করেছে, ঘরে ঘরে সহযোগিতা পৌঁছে দিয়েছে। তাদের ভালো কাজ সবসময় অব্যাহত থাকবে। তাদের প্রতি দোয়া, ভালোবাসা ও শুভ কামনা রইলো।
সরকারি শিশু পরিবারের শিশুদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, এ প্রতিষ্ঠানের শিশুরা অনেক কিছুই শিখছে। তারা নিজেদের জীবনকে সুন্দর করবে, স্বাবলম্বী হয়ে নিজেদের পায়ে দাঁড়াবে, দেশকে এগিয়ে নিতে সুনাগরিক হবে। তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুরা যেনো ভালো থাকতে পারে, তাদের জীবন যেনো সুন্দর হয় সেজন্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। আমরা সবাই যেনো ভালো থাকি, দেশের জন্যে কাজ করি-শুভ কামনা রইলো।
এ সময় শিক্ষামন্ত্রী চাঁদপুরবাসীর কাছে দোয়া চান। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি অংশ নেন। এর আগে লামিয়া নামে এক শিশু নাতে রসূল (সাঃ) পরিবেশন করে। তার সুমধুর কণ্ঠের নাতে রাসুল শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষামন্ত্রী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ইমাম মাওলানা আবুল হোসেন।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির হোসেন মিয়াজীর সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে.আর. ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান, চাঁদপুর সরকারি শিশু পরিবার কেন্দ্র তত্ত্বাবধায়ক আলপনা চাকমা, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাহিদা বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ৮৮ জন এতিম ইফতারে অংশ নেয়।