সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩, ২২:৩০

হাইমচরে বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন

মিজানুর রহমান
বঙ্গবন্ধু দেশটাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেও তখন সারাবিশ্বের বিস্ময় ছিলো। বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণের উদ্যোগ নিয়েছিলেন। আজকে বঙ্গবন্ধুর দেখানো পথে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি ৩০ মার্চ বৃহস্পতিবার বিকেলে হাইমচরে উপজেলা প্রশাসন আয়োজিত কৃষি, মৎস্য প্রণোদনা ও অসহায় মানুষের মাঝে সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ৩ বছর ৭ মাস ৩ দিন বঙ্গবন্ধু দেশ পরিচালনা করেছিলেন। সে সময় যুদ্ধ বিধ্বস্ত এই দেশটাকে গড়ে তুলতে তিনি নানামুখী কাজ করেছেন। তখন টাকা পয়সা কিছুই ছিলো না। রাস্তা-ঘাট, কালভার্ট, হাসপাতাল কিচ্ছু নেই। সেই অবস্থাতেও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। কিছু নাই থাকা অবস্থাতেও তিনি মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। আজকে বঙ্গবন্ধুর দেখানো পথকে অনুসরণ করে তাঁর সুযোগ্য কন্যা বাংলাদেশকে উন্নয়ন সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছেন। বিএনপি-জামাত অপশক্তি যতই চেষ্টা করুক অপ্রতিরোধ্য গতির এ অগ্রযাত্রা তারা ব্যহত করতে পারবে না। আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী ও সমর্থক যদি ঐক্যবদ্ধ থাকে কেউ নৌকাকে পরাজিত করতে পারবে না।

মন্ত্রী আরো বলেন, এখন দেশে কেউ না খেয়ে থাকে না। ঘরে ঘরে বিদ্যুৎ আছে। চরাঞ্চলে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। নদী ভাঙ্গন রোধ হয়েছে। শেখ হাসিনার উন্নয়ন আজকে ঘরে ঘরে বিদ্যুৎ, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজ-মাদ্রাসা ও মসজিদের ব্যাপক উন্নয়ন এবং মানুষের জীবনমান আরো উন্নত হয়েছে। দারিদ্র্যতা কমেছে। এই হাইমচরকে দেখলেই মানুষ বুঝতে পারে দেশ কতটা এগিয়ে গেছে। গত পনর বছর আগে দেশের মানুষ কোথায় ছিল এখন তারা কী দেখছে !

শিক্ষামন্ত্রী বিএনপি-জামাতের সমালোচনা করে বলেন, বিএনপি-জামাত অপশক্তি দেশবিরোধী কাজ করে বেড়ায়। তারা ইতিবাচক রাজনীতি করে না। তাদের কাজ হলো মানুষের ও দেশের ক্ষতি করা। ইনশাল্লাহ আগামী দিনে শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাই জনগণ শেখ হাসিনা এবং নৌকার পক্ষে সময়মতো সঠিক সিদ্ধান্ত নিবেন।

হাইমচর ইউএনও চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ ও আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষামন্ত্রী ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে উপশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির জন্য ১৮শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন, ২০২২-২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী ৫ জন জেলের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বকনা বাছুর এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক উপকারভোগীদের হাতে তুলে দেন।

এর আগে শিক্ষামন্ত্রী হাইমচর গণ্ডামারা মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত নতুন একাডেমি ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাগাদী গণি হাইস্কুলের প্রধান শিক্ষক এম কামরুল হোসেন, গণ্ডামারা মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার মজুমদার ও গন্ডামারা মোয়াজ্জেম হোসেন কলেজের অধ্যক্ষ শাহরিয়ার আলমসহ আরো অনেকে। পরে তিনি আলগী দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এবং আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়