রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ০৮:৫৩

জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন ১৯ জানুয়ারি

অনলাইন ডেস্ক
জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন ১৯ জানুয়ারি

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন তিনি। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে।

দিবসটি উপলক্ষে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতারা ১৯ জানুয়ারি বুধবার সকালে শেরেবাংলা নগরে তার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন। দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

এদিকে,চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু জানান,শহীত রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।১৮ জানুয়ারি রাত থেকে দলীয় কার্যালয় আলোকসজ্জা, ১৯ জানুয়ারি ভোর সাড়ে ছয়টায় দলীয় পতাকা উত্তোলন এবং বিকাল চারটায় আলোচনা ও মিলাদ। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এতে উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়