রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ২৩:০৪

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দু’প্যানেলের মনোনয়ন পত্র দাখিল

আদালত প্রতিবেদক
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দু’প্যানেলের মনোনয়ন পত্র দাখিল

আগামি ২৫ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন -২০২৩। জেলা আইনজীবী সমিতির মিলনায়তনের দ্বিতীয় তলায় ওইদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিবাচন উপলক্ষে মঙ্গলবার (১৭) জানুয়ারী দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ এবং রিটার্নিং অফিসার ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডঃ মো. আবদুল্লাহ আল মামুনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন দু’টি প্যানেলের প্রার্থীরা।

মনোনয়নপত্র দাখিলকালে দুপ্যানেলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র আইনজীবীরা অংশ নেন। উৎসব মুখর পরিবেশেই প্রাথীরা মনোনয়নপত্র দাখিল করতে আসেন।

জেলা আইনজীবী সমিতির নিবাচনে অংশ নেয়া প্যানেল দু’টি হচ্ছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমথিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমথিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল।

মনোনয়নপত্র জমা দেয়া সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ) প্রার্থীরা হলেন- সভাপতি পদে প্রাথী আলহাজ অ্যাডঃ মোঃ আলহাজ্ব মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ আবদুল সাত্তার, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ সাহাবুদ্দিন আবু সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ মেরাজ আহমেদ সিদ্দিকী মাছুম, সম্পাদক ফরমস পদে অ্যাডঃ মোহাম্মদ নূরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ সালমা আক্তার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ বিশ্বজিত কর রানা, জেনারেল অডিটর পদে অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন পরাজী, রানিং অডিটর পদে অ্যাডঃ মাসুদ রানা পাটওয়ারী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ আবদুল্লা আল মামুন-২, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ তৌহিদ আহম্মেদ পাটওয়ারী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ তাছলিমা আক্তার, অ্যাডঃ মোহাম্মদ জামাল হোসেন ও অ্যাডঃ রিয়াদ হোসেন (মুনতাসির)।

বিএনপি সমথিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি পদে প্রাথী অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মো. তৌহিদুল ইসলাম তরুন, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোহাম্মদ কাইউম মোল্লা, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপন, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মো. আবদুল মান্নান মিয়াজী, সম্পাদক ফরমস পদে অ্যাডঃ মোঃ কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ মোঃ শাহজাহান খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ রেজাউর রহমান, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোহাম্মদ ইয়াছিন আরাফাত, রানিং অডিটর পদে অ্যাডঃ জাবির হোসেন, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ আবুল হাসানাত বেপারী, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মো. মামুন হোসেন মিয়াজী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মাহবুব আলম, অ্যাডঃ মোসাম্মৎ রোজিনা বেগম ও অ্যাডঃ মোঃ সানজিদ হাসান (সানি)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়