রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২, ২২:৩০

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা

বাংলাদেশের মেরুদন্ড ভেঙে দিতে বুদ্ধিজীবী নিধন করা হয় -জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রিপোর্টার
বাংলাদেশের মেরুদন্ড ভেঙে দিতে বুদ্ধিজীবী নিধন করা হয় -জেলা প্রশাসক কামরুল হাসান

শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় চাঁদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর বুধবার রাত ৮টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ,সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

প্রধান অতিথি'র বক্তব্যে জেলা প্রশাসক বলেন,১৪ ডিসেম্বর বাংলাদেশের মানুষের জন্য বেদনাবিধুর একটি দিন।মুক্তিযুদ্ধের সময় ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়েছে। এ বিজয়ের আগে বাংলাদেশের মেরুদন্ড ভেঙ্গে দিতে বুদ্ধিজীবী নিধন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। শহীদ বুদ্ধিজীবীগণ দেশের জন্যে তাদের প্রাণ উৎসর্গ করেছেন। তাদের শূণ্যতা পূরণ হবার নয়। তাদের আদর্শ ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হতে পারলে স্বাধীনতা অর্থবহ হবে। উন্নয়নের কাংখিত গন্তব্য নিশ্চিত হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন। সভার কার্যক্রম পরিচালনা করেন সাংবাদিক এমআর ইসলাম বাবু। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর একটি ডকুমেন্টারি উপস্থাপন করেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধাগণ ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চের নিয়মিত আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়