প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ১৬:৫৬
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে
দেশ এগিয়ে নিতে বঙ্গবন্ধুর কথাগুলো শোনা ও বুঝা দরকার : ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ আগস্ট) সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সবেক এমপি ড.মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া।
|আরো খবর
প্রভাষক পরেশ চন্দ্র দাস ও যুবলীগের যুগ্মআহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরানের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপেজলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্লা তপদার, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ, রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইস্কান্দার আলী।
এাছাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সফর আলী,,উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক হাজী শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এমরান হোসেন মিলন ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার মোল্লা, মাহবুব আলম সোহাগ, জেলা ছাত্রলীগের উপনাট্য বিষয়ক সম্পাদক আরেফিন শুভ, রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম সৈকত, রূপসা দক্ষিণ ইউনিয়নের মুক্তিযুদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, প্রভাষক ফারজানা আক্তারছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন মাশরাফি মর্তুজা। এই সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার সরোয়ার মিয়া,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটোয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, কৃষকলীগের সহসভাপতি জহির হোসেন মিজি,সাইফুল ইসলাম বরকন্দাজ, সাংগঠনিক সম্পাদক শাহআলম আজাদ,স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রসু মিয়া ,সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম পাটোয়ারী, পৌরমহিলা
আওয়ামিলীগের সভাপতি আজমুর বেগম,পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সদস্য বাঁধন পাটোয়ারী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু পতাকা আর মানচিত্রের জন্য দেশ স্বাধীন করেননি। তিনি একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনতার ডাক দিয়েছেন। সুন্দর বাংলাদেশের পরিকল্পনা রেখে এগিয়ে গেছেন। তিনি ১৯৭১ সালে যখন যুদ্ধ বিধ্বস্ত দেশটি গঠনে নেতৃত্বে দিয়ে যাচ্ছেন ঠিক সময়ে স্বাধীনতার পরাজিত শক্তিরা তাকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল। আজকে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু আমাদের মাঝে যতগুলো ভাষণ রেখে গেছেন, সব ভাষণ আমাদের শুনে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। ভাষণ এর অর্থ বুজতে হবে। আমাদের দেশটাকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর রেখে যাওয়ার কথাগুলো শুনা এবং বোঝা দরকার।