রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ জুন ২০২২, ২০:৪৭

চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগের উদ্যোগে অনার্স ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্যে সহায়তা কেন্দ্র

অনলাইন ডেস্ক
চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগের উদ্যোগে অনার্স ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্যে সহায়তা কেন্দ্র

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে অনার্স ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্যে সহায়তা কেন্দ্র চালু করেছে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ। ভর্তিচ্ছুক সকল শিক্ষার্থী এখান থেকে ভর্তির বিষয়ে সকল ধরণের সহযোগিতা নিতে পারেন। গত ৩ দিন ধরে সেবা দিয়ে আসছে এ সহায়তা কেন্দ্র। এতে সার্বক্ষণিক মনিটরিং করছেন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফ আহমেদ।

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক ও ভর্তি হতে আসা শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, চাঁদপুর সরকারি কলেজে অনার্স ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য এমন একটি সহায়তা কেন্দ্র খুবই প্রয়োজন ছিলো। কারণ কলেজে আসার পর না বুঝার কারণে বিভিন্ন বিষয়ে সমস্যা হয়ে যায়। সহায়তা কেন্দ্র থাকায় আমরা শিক্ষার্থীদের অনেক উপকার হচ্ছে। যেহেতু সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রয়োজনটি বাস্তবায়ন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

চাঁদপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ আহমেদ বলেন, অনার্স ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই এ উদ্যোগ নেয়া হয়েছে। অনেক সময় শিক্ষার্থীরা ছোট খাটো সমস্যার সম্মুখীন হন। সহায়তা কেন্দ্র থাকায় যে কোনো বিষয় জানা বা সহযোগিতা পাচ্ছেন। চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ শিক্ষক ও শিক্ষার্থীদের যে কোন বিষয়ে সর্বদা সহযোগিতার জন্য প্রস্তুত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়