বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২২, ২২:০৮

ফরিদগঞ্জে নবনির্বাচিত পৌর ছাত্রলীগের আনন্দ মিছিল

শামীম হাসান
ফরিদগঞ্জে নবনির্বাচিত পৌর ছাত্রলীগের  আনন্দ মিছিল

ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রলীগের নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ।

১৫ এপ্রিল (শুক্রবার) বিকেলে কালির বাজার চৌরাস্তা থেকে শুরু হওয়া আনন্দ মিছিল ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ ডাক-বাংলোতে এসে শেষ হয়।

আনন্দ মিছিল ডাক-বাংলোতে এসে শেষ হওয়ার পর জেলা ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন। এসময় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, অতীতে পৌরসভা ছাত্রলীগের কোন গোছালো নেতৃত্ব ছিলো না। কিন্তু এখন পৌরসভা ছাত্রলীগের যে নেতৃত্ব যাদের হাতে দেওয়া হয়েছে আমি আশা করি আগামী দিনগুলোতে পৌরসভা ছাত্রলীগ সুসংগঠিত ভাবে এগিয়ে যাবে। যা পৌর ছাত্রলীগের ইতিহাস তৈরি করবে।

এসময় নবনির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম মিয়াজি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখতে গিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনগুলোতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন ও জেলা,উপজেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0161097004

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়