প্রকাশ : ২৬ মার্চ ২০২২, ১৭:৫৬
জাতির সূর্য সন্তানদের প্রতি বিএনপির শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুর জেলা বিএনপি। ২৬ মার্চ শনিবার সকালে শহরের অঙ্গীকার পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ মিছিল বের করে।
|আরো খবর
শ্রদ্ধা নিবেদনর পর দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশে গণতন্ত্র নির্বাসিত।
যে লক্ষ্য, স্বপ্ন আর আশা-আকাঙ্ক্ষা নিয়ে দেশের সূর্যসন্তান রা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন তা ধূলিসাৎ হয়ে গেছে। স্বাধীনতার পঞ্চাশ বছর পরও জনগণের ভোটের অধিকার নেই। তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটি ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়েছে। আজকের দিনে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি আরো বলেন, মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত অবস্থায় আছেন। চাঁদপুরের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা। তিনি আগামীর আন্দোলন সংগ্রামের জন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, বিএনপি নেতা জসিম উদ্দীন খান বাবুল, জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান সফিকুজ্জামান, মুনীর চৌধুরী, সেলিমুছ সালাম,খলিলুর রহমান গাজী, আক্তার হোসেন মাঝি,অ্যাডঃ হারুনুর রশিদ,বিএনপি নেতা অ্যাডঃ জহির উদ্দিন বাবর, চাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,সাধারন সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান,জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,জেলা ছাত্রদল সভাপতি ইমান হোসেন গাজী,সাধারন সম্পাদক ইসমাইল হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিকদল মৎস্যজীবী দলের জেলা থানা পৌর ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।