প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২০:৪৪
মোহন বাঁশি স্মৃতি সংসদের স্বাধীনতা দিবসের চিত্রাংকন প্রতিযোগিতা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে 'মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি' এই শ্লোগানে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মোহনবাঁশি স্মৃতি সংসদ আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার (২৪ মার্চ ২০২৫) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুর জেলা কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের সভাপতি অজিত দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুর জেলা কার্যালয়ের শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক ও পাঠক সংবাদ-এর নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্ত।
অতিথিরা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের বিষয়ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছো, তোমরা সবাই ভালো প্রতিযোগিতা করেছো। এখান থেকে সেরাদের বাছাই করা খুবই কঠিন কাজ। তারপরেও যেহেতু বিষয়ভিত্তিক সেরা প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়, সেক্ষেত্রে সেরা চিত্রকর্ম বাছাইয়ে সবাই সেরা হবে না। যারা পুরস্কার পাবে তাদেরকে অভিনন্দন এবং প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছো সবার জন্যে শুভ কামনা থাকবে, যাতে আগামীতে তোমরাও পুরস্কার পেতে পারো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের সদস্য শৈবাল মজুমদার, অমল রক্ষিত, শিশু একাডেমীর ডাটা এন্ট্রি অপারেটর গোলাম মোস্তফা প্রমুখ।