প্রকাশ : ০৬ মার্চ ২০২২, ১৯:৪৭
বড়কুল পূর্ব ইউনিয়ন যুবদলের কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা
হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়ন যুবদলের কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইউনিয়নের মোল্লাডহর গ্রামের নতুনবাজার সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন দুলাল।
|আরো খবর
বক্তব্য শেষে ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের নাম আহ্বান করেন উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিন। এ সময় সভাপতি পদে ৪ জন প্রার্থী তাদের নিজ নিজ প্রার্থীতা ঘোষণা দেন। তারা হলেন : আব্দুল হক মানিক, এমরান হোসেন পাটওয়ারী, আব্দুল জব্বার ও আলাউদ্দিন মিয়াজী।
পরে সাধারণ সম্পাদক পদে ৯জন প্রার্থী নিজ নিজ প্রার্থিতা ঘোষণা করেন। তারা হলেন : আলামিন ফরাজী, মাকছুদ মোল্লা, ফাইয়াছ আহমেদ মামুন, ইমান হোসেন, কবির হোসেন, এস.এম সবুজ, জুয়েল তপদার, ইকবাল হোসেন পাটওয়ারী ও শাহজালাল মানিক।
এর আগে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইমাম হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির প্রচার সম্পাদক মারুফ খান রাসেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম মিয়াজী, শাহিদুল ইসলাম সাহেদ, ইউনিয়ন বিএনপির নেতা মোশারফ হোসেন টিটু।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হক মানিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় ইউনিয়ন নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মিয়াজী, কবির হোসেন ও মোঃ ভুট্টো। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফাইয়াছ আহমেদ মামুন।
সভায় ওয়ার্ড নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সভাপতি মাসুদ হোসেন, ২নং ওয়ার্ডের সভাপতি দেলোয়ার হোসেন সুমন, ৩নং ওয়ার্ডের সভাপতি বিল্লাল হোসেন, ৪নং ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৬নং ওয়ার্ডের সভাপতি এমরান হোসেন তপাদার, ৭নং ওয়ার্ডের সভাপতি শরিফ হোসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম ও ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ টিটু।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়কুল পশ্চিম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলহাস চৌধুরী, শুকুর আলম বেপারীসহ যুবদলের অন্য নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।