শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৮

অধিকার আদায়ে নারীদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শিক্ষামন্ত্রী

গোলাম মোস্তফা
অধিকার আদায়ে নারীদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে  : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটার কর্মসূচী পালন করা হয়। গতকাল ২৭ ফেব্রুয়ারী রোববার সকালে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে ভ্যাচুর্য়ালে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সকল আন্দোলন সংগ্রাম, অধিকার আদায়ের আন্দোলনে দেশের নারী সমাজের সক্রিয় ভূমিকাই শুধু নয়, অনেক অবদান রেখেছেন। নারীদের ইজ্জত ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের অনেক অর্জন নারীদের ত্যাগ কোনো অংশেই কমতি ছিলো না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন, তেমনি নারী সমাজ কে আজকে এগিয়ে নিতে ব্যাপক ভুমিকা পালন করছেন। দেশের নেতৃত্বে নারীসহ সমাজের সকল ক্ষেএে আজ নারীরা দিচ্ছেন।তাই নারী সমাজের প্রতি আমার আহবান থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়িকা অধ্যাপিকা মাসূদা নূর খানের সভাপতিত্বে মহিলা আওয়ামীলীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামীলীগ নেতা অ্যাড. সাইফুদ্দিন বাবু, জেলা পরিষদ সদস্য আয়শা রহমান লিলি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক ও কাউন্সলর খালেদা খানম, হাজীগঞ্জ পৌর মহিলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভানেএী ফেরদৌসি আক্তার, বাগাদী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ নেত্রী পারুল বেগম। আলোচনাসভা শেষে মহান মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ সদস্য আয়শা রহমান লিলি। পরে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়। উল্লেখ্য মহিলা আওয়ামীলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনের কর্মসূচীর শুরুতে দলীয়, জাতীয় পতাকা উওোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, কেক কাটা হয়। এছাড়াও চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদগঞ্জ হাজেরা হাসমত ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সী হত্যাকারীদের বিচারের দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়