প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ১৯:৩৯
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে
জেলা মহিলা আওয়ামী লীগের বিক্ষাভ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
২৯ জানুয়ারী শনিবার বিকেলে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়িকা অধ্যাপিকা মাসুদা নূর খানের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় জেলা পরিষদ সদস্য আয়শা রহমান লিলি,চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও পৌর কাউন্সিলর আয়শা রহমান, সদস্য জাহানারা বেগম, মনোয়ারা হারুণ, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শাহিদা বেগম, সাধারণ সম্পাদক নাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক খালেদা রহমান জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী নাসরিন ইসলাম নিপা, তাপসী কর, কানিজ আয়শা কবিতা, আকলিমা শিউলি।
অন্যদিকে যুব মহিলা লীগের মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর পৌর সভার প্যানেল মেয়র ও সভানেত্রী ফরিদা ইলিয়াছ ও সাধারণ সম্পাদক ফারহানা রুমা, সহ-সভাপতি পৌর কাউন্সিলর শাহিনা বেগম, ইতু চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক ফাতিহা বারী, জেলা যুব মহিলা লীগ নেএী কাউন্সিলর ফেরদৌসী আক্তার, নাজমা আলম, রোকসানা আক্তার, শহর যুব মহিলা লীগের সভাপতি আয়শা আক্তার শ্যামলী, সাধারণ সম্পাদিকা সাজেদা মুক্তা প্রমুখ।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন, ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের এবং যুব মহিলালীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে যখন ,একজন নারী সফল ভাবে দেশের পররাষ্ট্রমন্ত্রীতে সফল এবং শিক্ষামন্ত্রী হিসেবে সফলতার পরিচয় এগিয়ে চলছে, তখন একটি মহল ডাঃ দীপুমনি এমপি কে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা মনে প্রানে বিশ্বাস করি ভালো মানুষের নামে ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যাচার করা হয়েছে। যা উদ্দেশ্য প্রনোদিত। আমরা এই মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চাঁদপুরের উন্নয়নকে বাঁধা গ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। তাই সকলকে সজাগ থাকতে হবে।