প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ১৯:১২
জিয়াউর রহমানের ৮৬তম জম্মদিন
আগামীকাল ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী। তিনি ১৯৩৬ সালের এইদিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন।
|আরো খবর
তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতিষ্ঠিত দল তিনবার রাষ্ট্রক্ষমতায় আসীন হয়।
এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে চাঁদপুর জেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন,বিকেল চারটায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া।
জেলা বিএনপি'র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু।