প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ২০:০৭
জেলা আওয়ামী লীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল ১০ জানুয়ারী সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন পালন করা হয়। দিবসের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় কার্যালয়ে সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
|আরো খবর
এদিকে বিকেল ৩টায় চাঁদপুর শহরের আঃ করিম পাটোয়ারী সড়কস্হ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় উক্ত সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ নাছির উদ্দীন আহমেদ বলেন, আমরা ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর চুড়ান্ত বিজয় লাভ করি কিন্তু সেদিন বঙ্গবন্ধু পাকিস্থান কারাগারে বন্দি ছিলেন। পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে সেদিন মৃত্যদন্ডে দন্ডিত করে কারাগারে আটকে রাখে। তিনি কারগোর থেকে বলেছিলেন আমার লাশটা যেন বাংলাদেশে পাঠানো হয়। কিন্তু বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের চাপে মৃতুদন্ড রদ করা হয়েছিল। বঙ্গবন্ধু সেদিন দেশে ফিরে না আসলে ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হত। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে পা রেখে বলেছিলেন বাঙ্গালি জাতির যে ভালবাসা আমি পেয়েছি তা নিজের রক্ত দিয়ে হলেও শোধ করবো।
পৃথিবীর অনেক দেশ উন্নয়শীল হয়েছে কিন্তু বাংলাদেশের মতো এত তাড়তাড়ি এগুতে পারেনি। আর আমাতের এ সমৃদ্ধি ও উন্নতি সম্ভব হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আমরা সবাই আন্তরিক তাই আন্তরিকতা নিয়েই একত্রিত হয়ে দলের জন্য কাজ করবো।
এছাড়াও উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশিদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোরসন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সহ দপ্তর সম্পাদক ও সরকারি আইন কৌশলী অ্যাডভোকেট রনজিৎ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, খালেদুর রব মিঠু, সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম-আহ্বায়ক আবু পাটওয়ারী, মোহাম্মদ আলী মাঝি, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, সাধারন সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওহিদুর রহমান, জেলা জেলা তাতী লীগের আহবায়ক নূর মোহাম্মদ পাটওয়ারী, জেলা মৎসজীবি লীগের সভাপতি মালেক দেওয়ান,পৌর যুবলীগের আহবায়ক মালেক শেখ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিমুল হোসেন শামনু,বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিক উল্ল্যাহ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পারভেজ করিম বাবু, জেলা মৎসজীবি লীগের সিনিয়র সহ সভাপতি শাহআলম মল্লিক, জেলা মহিলা লীগের নেত্রী রেনু বেগম প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন লোওয়াত করেন যুবলীগের সদস্য ওয়াহিদুর রহমান ও গীতা পাঠ করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সন্তোষ কুমার দাস।