শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ১৬:৫৮

কচুয়ার ভোটকেন্দ্রে প্রতিপক্ষের চুরিকাঘাতের শিকার শরিফ মারা গেছে

মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
কচুয়ার ভোটকেন্দ্রে প্রতিপক্ষের চুরিকাঘাতের শিকার শরিফ মারা গেছে
কচুয়ায় শরিফ হত্যাকারীদের বিচারের দাবীতের বিক্ষোভ মিছিল

৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের চুরিকাঘাতে গুরুতর আহত শরিফ হোসেন (২২) গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার ধানমন্ডি ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শরিফ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচা রাসেল মিয়া ও সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। রাসেল মিয়া আরো জানান, এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাসেল মিয়াসহ স্থানীয় অধিবাসীরা জানান, বুধবার দুপুর ১টার দিকে মেম্বার প্রার্থী আব্দুর রবের সমর্থনে ভোট কেন্দ্র দখলের চেষ্টা নেয় তাঁর পুত্র মামুনের নেতৃত্বে কতিপয় যুবক। অপর মেম্বার প্রার্থী জাকির হোসেনের (বিজয়ী) পক্ষে ভোট কেন্দ্র দখল করার চেষ্টাকারীদেরকে বাঁধা দিলে আব্দুর রবের পুত্র মামুনের নেতৃত্বে কতিপয় লোক হাতিরবন্দ গ্রামের শহিদ উল্লার ছেলে শরিফ হোসেনসহ অন্যান্য বাঁধা প্রদানকারীদের উপর হামলা করে। এক পর্যায়ে আব্দুর রবের পুত্র মামুন চুরি দিয়ে শরিফের পেটে আঘাত করে। ঘটনার পরপরই শরিফকে মূমুর্ষ অবস্থায় ধানমন্ডি ইসলামীয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিহত শরিফের লাশ তার নিজ গ্রামে নিয়ে আসলে নিকট আত্মীয় স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে।

এদিকে শরিফের মৃত্যুর সংবাদ এলাকায় পৌছার পরপরই শত শত নারী-পুরুষ শরিফের বাড়ির আঙ্গীনা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি হাতিরবন্দ থেকে শুরু হয়ে সাচার বাজারের পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়। বিক্ষোভকারীরা শরিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

উল্লেখ্য যে, ভোট কেন্দ্র দখল করার চেষ্টা নেয়ার অভিযোগে পুলিশ নয়াকান্দি গ্রামের নুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়