শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ১৫:৪৫

চাঁদপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশের ভাষা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে ছাত্রলীগের ইতিহাস অতোপ্রোতভাবে জড়িত : ডা. দীপু মণি

আবু সাঈদ কাউসার

আজ সারাদেশের ন্যায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁদপুর জেলা ছাত্রলীগ পালন করে। এরই প্রেক্ষিতে জেলা ছাত্রলীগের আয়োজনে চাঁদপুর হাসান আলী সরকারি উ”চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো: জহির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেন, বাংলাদেশের ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমাদের ভাষার সংগ্রামের ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে বাংলাদেশের ছাত্রলীগের ইতিহাস অতোপ্রোতভাবে জড়িত।

শিক্ষামন্ত্রী বলেন, আজকে আমরা এমন একসময় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, যখন সারাপৃথিবী করোনায় বিপর্যস্ত। এখন বিশ্বের কোথাও ৩য় ঢেউ, কোথাও ৪র্থ ঢেউ চলছে। লক্ষ লক্ষ মানুষ নতুনভাবে করোনায় আক্রান্ত হচ্ছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইতোমধ্যেই বাংলাদেশে পাওয়া গেছে। তাই এখন অত্যন্ত সর্তক্য থাকার সময়। মনে রাখতে হবে এবং আমাদের সাবধান হতে হবে যে, গত বছর এ সময় সারাদেশে যখন আক্রান্তর চূড়ান্ত পর্যায়, তখন চাঁদপুর ছিল আক্রান্ত জেলার শীর্ষে। আমরা তার পুনরাবৃত্তি চাই না।

ডা. দীপু মণি বলেন, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করোনার মধ্যে না হলেই ভালো হতো। কিš‘ আমরা এটাও বুঝি, ছাত্রলীগ হলো একটি আবেগের নাম, ছাত্রলীগ আমাদের ভালোবাসার নাম, সেজন্য ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সবাই একত্রিত হতে চেয়েছি। কিন্তু মনে রাখতে হবে, দেশের প্রতিটি মানুষকে, এদেশকে নিরাপদে রাখা ছাত্রলীগের একান্ত দায়িত ও কর্তব্য। তাই আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রলীগের বিভিন্ন মিছিলগুলো এখানেই শেষ করতে হবে। আর জেলার কোথাও প্রদক্ষিণ করা চলবে না। আমি আশা করবো, আজকের র‌্যালিগুলো আমরা এখানেই সমাপ্ত করবো। কিন্তু আমরা প্রত্যেকেই এখন থেকে নিয়মিত মাস্ক পরিধান করবো, স্বাস্থ্যবিধি রক্ষা করবো। এখন এটা ছাত্রলীগের প্রধান কাজ। দেশের এই ক্রান্তিলগ্নে দেশের মানুষকে নিরাপদে রাখা, নিজেকে নিরাপদে রাখা, দেশের মানুষকে সাহায্য ও সহযোগিতা করা ছাত্রলীগের এখন প্রধান কাজ।

তিনি বলেন, আজকে এই অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমি অনুরোধ করবো, দেশের এই পরিস্থিতিতে কেউ আর এখানে বক্তব্য রাখবেন না। সবার অনুরোধে আমি কিছু কথা বলছি, যা না বললেই নয়। তিনি বলেন, আগামী দুই বছর পর নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী অপশক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠবার অপচেষ্টা চালা”েছ। তারা দেশের সুনাম, সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামীলীগ পরিবারের প্রতিটি মানুষ, এদেশের প্রতিটি সাধারণ শান্তিকামি মানুষ, এই অপচেষ্টাকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে রুখে দাঁড়াবে-এটিই আজকের এই দিনে আমাদের অঙ্গীকার।

শিক্ষামন্ত্রী বলেন, আজকের এইদিনে ছাত্রলীগের রয়েছে বিশাল ভূমিকা। তোমরা নেত্রীর উন্নয়নের কথা, নেত্রীর শান্তির কথা, নেত্রী যেভাবে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, নেত্রীর মানবিকতার নির্দশনগুলোর কথা মানুষের কাছে, বাড়ি বাড়ি গিয়ে তা পৌঁছে দিবে। এগুলোই তোমাদের এখন প্রধান কাজ। আমি আশা করি, তোমরা সকলেই মিলেই এই কাজগুলো করবে। আবারো শেখ হাসিনার দল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত দলকে আগামী ভোটে জয়যুক্ত করে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চেষ্টা করবে।

জেলা ছাত্রলীগের আয়োজনে ছাত্রলীগের ৭৪ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে, পায়রা উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ। এছাড়া অনুষ্ঠানে বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভ’ঁইয়া, চাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মো: জিল্লুর রহমান, শাহির হোসেন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন খান প্রমুখ।

এর আগে সকাল ৮টায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়