প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ২০:০১
হাইমচর আলগী উত্তর ইউনিয়নে নৌকা মার্কার অফিস ভাংচুর

হাইমচর প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ঢেলের বাজারে নৌকা মার্কার অফিস ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শনিবার ১ জানুয়ারি মধ্যরাতে কে বা কাহারা আলগী উত্তর ইউনিয়নের ঢেলের বাজারের মূল সড়কে অবস্থিত নৌকা মার্কার অফিস ভাংচুর করেছে। এতে অফিসের আসবাবপত্র, ব্যানার পোষ্টার ক্ষতিগ্রস্থ হয়েছে। অফিস ভাংচুরের সংবাদ পেয়ে নৌকা মার্কার প্রার্থী আতিকুর রহমান পাটোয়ারী ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে ধৈয্য ধরার অনুরোধ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী মাকসুদ খাঁনের লোকজন এ অফিস ভাঙচুর করেছে এবং জাতির পিতার ছবিকে ভাঙচুরের মাধমে অবমাননা করেছে। আমি শান্তিতে বিশ্বাসী, আমি কোন বিশৃংখলা চাই না। জনগন ভোটের মাধ্যমে এ ন্যাক্কারজনক ঘটনার উচিত জবাব দিবে । পরে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী ঘটনাস্থলে এসে স্থানীয় লোকদের উদ্দেশ্যে বলেন, মাথা গরম করা চলবে না। অফিস ভাংচুর করে কেউ নৌকা মার্কার বিজয় ঠেকাতে পারবে না। আপনারা আইন হাতে তুলে নিবেন না। পুলিশ প্রশাসন অপরাধ দমনে সকল ব্যবস্থা গ্রহন করবে। পরে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অপ্রিতিকর ঘটনা এড়াতে বর্তমানে ঢেলের বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।