প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ১৭:০১
ইউনিয়ন পরিষদ নির্বাচন
চেয়ারম্যান প্রার্থী সাউদ আল নাছেরের বিরুদ্ধে উপজেলা যুবলীগের সাংগঠনিক সিদ্ধান্ত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাইমচর উপজেলায় ৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৫ জানুয়ারী। ৪নং নীল কমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাউদ আল নাছেরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন হাইমচর উপজেলা যুবলীগ।
|আরো খবর
২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রেসক্লাব, হাইমচরের সাংবাদিকদের উপস্থিতিতে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী এক লিখিত বক্তব্যে এ সিদ্ধান্ত জানান।
এতে উল্লেখ করেন- ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় সাউদ আল নাছের এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। গত ২ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক প্রেরিত পত্র অনুযায়ী ৪৭ ধারার (ঠ) উপ-ধারা মোতাবেক দলীয় সকল পদ থেকে সাউদ আল নাছেরকে আজীবন বহিষ্কার ঘোষণা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সদস্য জুয়েল মৃর্ধা, বেনীআমিন, উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসাইন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।