প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬:৪৩
হাজীগঞ্জে বহিস্কৃত দুই আওয়ামী লীগ নেতা নির্বাচনেও পরাজিত
হাজীগঞ্জে ইউনিয় পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় দুই নেতাকে দল থেকে বহিস্কার করেছে আওয়ামী লীগ। গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। বহিস্কৃত দুই আওয়ামী লীগ নেতা নির্বাচনেও পরাজিত হয়েছেন দলের প্রার্থীদের কাছে।
|আরো খবর
আওয়ামী লীগ থেকে বহিস্কৃতরা হলেন উপজেলার আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন মিয়াজী এবং উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ৯নং গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারি। তাদের গত ১৭ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বহিস্কার করা হয়।
আওয়ামী লীগ থেকে বহিস্কৃত সোহবার হোসেন মিয়াজী ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতীকে নির্বাচন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা কামাল মজুমদারের কাছে পরাজিত হয়েছেন।
অপর বহিস্কৃত রফিকুল ইসলাম মিলিটারী ৯নং গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নুরুর রহমান বেলালের কাছে পরাজিত হয়েছেন।
জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করায় গত ২ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি প্রেরিত পত্রের আলোকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠণতন্ত্রের ৪৭ ধারার (ঠ) উপধারা মোতাবেক তাদেরকে বহিস্কার করে জেলা আওয়ামী লীগ। এরপর থেকে তারা দলীয় পদে পরিচয় প্রদান করতে পারবেনা বলে পত্রে উল্লেখ করা হয়।