প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ২২:০৫
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জেলা জাতীয় পাটির প্রস্তুতি সভা

আগামী ১ লা জানুয়ারী জাতীয় পাটির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকল্পে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
গতকাল ১৯ ডিসেম্বর রোববার বিকেলে শহরের ষোলঘরস্হ অ্যাডঃ আঃ লতিফ শেখের চেম্বারে জেলা জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও আহবায়ক আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়ার সভাপতিত্বে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ, আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি, প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর, শহর জাতীয় পাটির আহবায়ক শাহআলম মিজি, যুগ্ম আহবায়ক শাহজাহান মাতাব্বর, ইব্রাহিম দেওয়ান স্বপন , গোলাম মোস্তফা, সদস্য সচিব ফেরদৌস খান, জেলা শ্রমিক পাটির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভুইয়া, জেলা কৃষক পাটির সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্টু গাজী, সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ ইসমাইল মাঝী প্রমুখ।
সভায় আগামী ২০২২ সালের ১ লা জানুয়ারী জাতীয় পাটির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বাস্তবায়নের জন্য জেলা জাতীয় পাটির যুগ্ম আহবায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ কে আহবায়ক যুগ্ম আহবায়ক প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর কে সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি কে প্রধান সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়।
এছাড়াও উক্ত সভায় আগামী ১ লা জানুয়ারী প্রতিষ্ঠা বার্ষিকীতে চাঁদপুর জেলা জাতীয় পাটির পক্ষ থেকে শহরে বনার্ঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।