শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০১:৪৯

শাহরাস্তিতে প্রতীক পেয়ে প্রচারনার ৫৪৫ প্রার্থী

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে প্রতীক পেয়ে প্রচারনার ৫৪৫ প্রার্থী

শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ৭ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা বৃন্দ নিজ নিজ ইউনিয়নের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। উৎসব মূখর পরিবেশে দিনব্যাপী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। সকাল থেকেই কর্মীদের সঙ্গে নিয়ে ডাক ডোল পিটিয়ে মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে উপস্হিত হন প্রার্থীগন। চেয়ারম্যান পদে প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে ইউপি সদস্য পদের প্রার্থীগনও উপজেলা পরিষদ চত্বর মুখরিত করে তোলেন। প্রর্যায় ক্রমে পছন্দের প্রতীক পাওয়ার পর নৌকা, আনারস, চশমা, ফুটবল, মোরগ স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলার পরিবেশ। করোনার ভয় জয় করে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে মিছিল দিতে বাদ যায়নি কেউ। অনেকদিন পর জনগণের সরব উপস্থিতিতে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে বলে অনেকেই মনে করছেন। এবারের নির্বাচনে শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে ৫৫ প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি ইউনিয়নে নৌকা ছাড়াও সতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থী রয়েছে। প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হতে হলে কঠিন বাঁধ আতিক্রম করতে হবে। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেহের দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেহের উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন, সাধারণ সদস্য পদে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রায়শ্রী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। টামটা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। টামটা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চিতোষী পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চিতোষী পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূচিপাড়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৬ ডিসেম্বর এসকল ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়