বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০১:৫৮

মহিলা জানেন না তার বাড়ি কোথায়?

রাসেল হাসান
মহিলা জানেন না তার বাড়ি কোথায়?

পঞ্চাশ থেকে ষাট বছর বয়সী এক নারী চাঁদপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি জানেন না তার বাড়ি কোথায়? কেউ জিজ্ঞাস করার আগেই নিজেই উল্টো প্রশ্ন করছেন 'আঁর বাড়ি কোনাই? কেউ কইতে ফাইরবা?' 

গত কয়েক দিন বিভিন্ন অঞ্চলে ঘোরার পর বুধবার চাঁদপুর সদর হামানকর্দী পল্লীমঙ্গল এলাকার একটি বাড়িতে গিয়ে আশ্রয় চান তিনি। ক্ষুধার্ত এ নারী আকুতি মিনতি করে কিছু খাবার ও রাতে থাকতে দেওয়ার অনুরোধ জানান। তার বাড়ি কোথায় জিজ্ঞাস করার পরে কখনো বলছেন সোনাইমুড়ি আবার কখনো বলছেন ফেনী আবার কখনো নিজেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে জিজ্ঞাস করছেন তার বাড়ি কোথায়?

স্থানীয় বাসিন্দারা বিষয়টি চাঁদপুর মডেল থানায় অবগত করেন। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ পুলিশ ফোর্স পাঠান ঘটনাস্থলে। এ সংবাদ লেখা পর্যন্ত অজ্ঞাত এ মহিলা কে? কোথায় তার বাড়ি এ সংক্রান্ত কোন হদিস মিলেনি।

মহিলার পরিচয় জানতে চেয়ে স্যোসাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে তার ছবি সম্বলিত একাধিক পোস্ট করা হয়। যাতে উল্লেখ করা হয় বৃদ্ধা এ মহিলার পরিচয় কেউ জানলে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করার জন্য। যদিও এখন পর্যন্ত সাড়া দেননি কেউ।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ চাঁদপুর কণ্ঠকে বলেন, অজ্ঞাত এক মহিলাকে নিয়ে হামানকর্দী গ্রামে স্থানীয়দের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। ফলে তারা আমাকে কল করলে আমি ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠাই। মহিলা কখনো বলছেন তার বাড়ি ফেনী, কখনো বলছেন সোনাইমুড়ি। এখনো কোন খোঁজ পাওয়া যায়নি। আমরা ফেনী থানায় যোগাযোগের চেষ্টা করছি। স্যোসাল মিডিয়াতেও বিষয়টি দেয়া আছে। আপনাদেরকেও ধন্যবাদ এগিয়ে আসার জন্য। যদি কেউ চিনতে পারেন তবে আমাকে অবগত করলে আমি তাকে তার কাঙ্খিত ঠিকানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়