প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০০:৫১
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস
নারী নির্যাতন প্রতিরোধে ও অর্থনৈতিক উন্নয়নে নারীদেরই আগে এগিয়ে আসতে হবে
..................... ইউএনও সেটু কুমার বড়ুয়া

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে ফরিদগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং উপজেলা মহিলা অধিদপ্তরের সহকারী হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম, এনজিও প্রতিনিধি ও চাঁদপুর ডিপিওডি পরিচালক মমতাজ উদ্দিন মিলন, নারী উদ্যোক্তা নাজমা বেগম প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, বেগম রোকেয়া আমাদের নারী সমাজের জন্যে অগ্রদূত, আলোকবর্তিকা। তৎকালীন সমাজব্যবস্থায় জমিদার পরিবারে জন্ম নিয়েও তিনি কষ্টকে সঙ্গী করে নিজে শিক্ষিত হয়েছেন এবং নারীদের শিক্ষা ও অধিকার নিয়ে পথ দেখিয়েছেন। তাঁরই ধারাবাহিকতায় বাংলাদেশের নারীরা এখন শিক্ষাদীক্ষা ও চাকরিক্ষেত্রে অনেক এগিয়ে গেছে।
তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যসহ চ্যালেঞ্জিং পেশায় নারী উদ্যোক্তার সংখ্যা তুলনামূলক কম। জনবহুল এ দেশের অর্ধেক নারী। তাই নারীরা স্বাবলম্বী হলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তাদের জীবনমানও উন্নত হবে। এখন প্রযুক্তি ব্যবহার করে নারীরা ঘরে বসেই এগিয়ে যেতে পারে। নারীদের উচ্চ শিক্ষার জন্য সরকারসহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে।
এছাড়া সমাজে নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি অংশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ করে নারীদের জন্যে শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এতে করে তারা শিক্ষা গ্রহণ শেষে প্রশিক্ষণ, উদ্যোক্তা হওয়া ও চাকরির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদে পরিণত হতে পারবে। তবে সব ক্ষেত্রেই নারীর অংশগ্রহণ জরুরি। নারী নির্যাতন প্রতিরোধে ও তাদের অর্থনৈতিক উন্নয়নে নারীদেরই আগে এগিয়ে আসতে হবে। নারীদের স্বাবলম্বী করতে প্রশাসনিকভাবে সকল ধরনের সহযোগিতায় আমরা প্রস্তুত।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, নারী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ডিসিকে / এমজেডএইচ








