প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১৮:৩১
বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

‘আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’— এই প্রতিপাদ্যে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫।
|আরো খবর
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, চাঁদপুর-এর আয়োজনে বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে র্যালি বের হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজন। সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও আত্মনির্ভরশীলতার গুরুত্ব তুলে ধরেন।