সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৯:২৫

রাজিয়া পেইন্টিং বিজনেস সেন্টারে ব্লক প্রিন্টিং ট্রেনিং উদ্বোধন

কামরুজ্জামান টুটুল।।
রাজিয়া পেইন্টিং বিজনেস সেন্টারে ব্লক প্রিন্টিং ট্রেনিং উদ্বোধন
হাজীগঞ্জের বাকিলায় রাজিয়া পেইন্টিং বিজনেস সেন্টারে ব্লক প্রিন্টিং ট্রেনিং উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন যুব উন্নয়ন কর্মকর্তা। ছবি : চাঁদপুর কণ্ঠ।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫)

আত্মনির্ভরশীল নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান হাজীগঞ্জের বাকিলা বাজারস্থ রাজিয়া পেইন্টিং বিজনেস সেন্টারে উদ্বোধন হলো ব্লক প্রিন্টিং ট্রেনিংয়ের। ৭দিনব্যাপী ৩০জন নারীর অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, হাজীগঞ্জ।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্রেনিংয়ে অংশগ্রহণকারী যুব নারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন হাজীগঞ্জের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন। এতে সহায়তা করেন উপজেলা যুব উন্নয়ন ক্যাশিয়ার শাহাদাত হোসেন।

বাকিলা বাজারের শেখ মার্কেটের দ্বিতীয় তলায় রাজিয়া পেইন্টিং বিজনেস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও নারী উদ্যোক্তা রাজিয়া সুলতানা জানান, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব মহিলা অধিদপ্তর ও ব্রাকের সহায়তায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এখানে বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায়-দুঃস্থ নারীদেরকে সেলাই প্রশিক্ষণ, ব্লক বাটিক, কুশিকাটা, নকশীকাঁথা তৈরি শেখানোসহ নারীদের দক্ষতা বৃদ্ধি করার জন্যে হাতের কাজ শেখানো হবে। আজকে প্রথম ব্যাচে আমরা ৩০ জন নারীর অংশগ্রহণে কার্যক্রম শুরু করলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়