প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০
Ok মানে all correct বা সবই ঠিক। দুই অক্ষরের এই শব্দটি ইংরেজি হলেও যাদের মাতৃভাষা ইংরেজি না তারাও কথা বলার ফাঁকে ফাঁকে এই Ok শব্দটি ব্যবহার করে। আমি প্রায় ৬ মাস কানাডা এবং দুবাই অবস্থান করেছি। এই দুই দেশে থাকার সময়ে একজন আরেক জনের কথা বলার সময় এই Ok শব্দটি ব্যবহার করে। বয়স্কদের মধ্যে হরহামেশা এই শব্দের যেমন স্বাভাবিক ব্যবহার, তেমনি English Speaking -এর ছোট ছোট বাচ্চারাও এই Ok শব্দ ব্যবহার করে। কানাডা প্রবাসী আমার ৬ বছরের নাতি রাধমান উমাইয়া রহমান, তার বাবা মা অর্থাৎ ছেলে এবং ছেলের বউয়ের কথা বলার সাথে এই শব্দটি ব্যবহার করে। আমার বিশ্বাস অধিকাংশ মানুষ জানে না এই Ok শব্দের ব্যবহার কিভাবে শুরু হয়েছে।
এই শব্দটির ব্যবহারে ভারতীয় শব্দ Okeh থেকে আরম্ভ, যার অর্থ এটা চাই। এ ছাড়া কোনো পথ নাই। Ok শব্দটির সম্পর্কে আরেকটা বিশ্বাসযোগ্য তথ্য হলো, যুক্তরাষ্ট্রের ৭ম প্রেসিডেন্ট এন্ড্রু জ্যাকসন ছিলেন আমেরিকার প্রেসিডেন্টদের মধ্যে কম শিক্ষিত। জ্যাকসন ‘ঠিক আছে’ বলতে সব সময় বলতেন Ok অর্থাৎ all kurret. তাই শব্দটি পরে সংশোধিত হয়ে All Correct হয়, অর্থাৎ সব ঠিক আছে। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই এই শব্দটি ব্যাপক ব্যবহার দেখা যায়।