মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪২

জেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

বাদল মজুমদার
জেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলা পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে হরিসভা কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের পুলিশ বিভাগের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে। সনাতন ধর্মাবলম্বী ভক্তরা পূজা মণ্ডপ পরিদর্শন করবে। সেজন্যে পুলিশ সকল নিরাপত্তা দেবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক গোপাল সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয় প্রমুখ।

সভায় চাঁদপুর সদর এলাকার সকল মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়