মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২১, ০০:০০

এমন মৃত্যু মেনে নেয়া অনেক কষ্টের!

এমন মৃত্যু মেনে নেয়া অনেক কষ্টের!
অনলাইন ডেস্ক

১৮ বছর বয়সী মাসুদ মোল্লার কাছে এক হাজার টাকা অনেক কিছু। এ বয়সে এক হাজার টাকা নিজে খরচ না করে অন্য কাউকে ধার দিয়ে নির্দিষ্ট সময়ে ফেরত না পাওয়া অনেক কষ্টের। এই কষ্টটুকু সহ্য করতে না পেরে মাসুদ মোল্লা বার বার সেই টাকা পরিশোধে তাগিদ দিয়েছেন দেলোয়ার শাওন (২৫)কে। সেই তাগিদের পরিণতিতে মাসুদের কপালে জুটলো দুর্ভাগ্যজনক মৃত্যু।

কচুয়া উপজেলাধীন বিতারা ইউনিয়নের শাসনপাড়া গ্রামের রুহুল আমিন মোল্লার ৫ ছেলে ৩ মেয়ের মধ্যে মাসুদ চতুর্থ। তিনি একই গ্রামের হাজী বাড়ির নবির হোসেনের পুত্র শাওনকে এক হাজার টাকা ধার দেন। এই ধার পরিশোধের তাগিদ দিলে শাওন ‘দেই-দিচ্ছি’ বলে মাসুদকে ঘোরায় এবং কালক্ষেপন করে। গত ২ অক্টোবর শাওনের কাছে পাওনা টাকা চাইতে গেলে মাসুদ বেদম মারধরের শিকার হন। তার ডাক-চিৎকারে জেসমিন, মহসীন মোল্লা, কালু মোল্লাসহ আশেপাশের লোকজন ছুটে এসে তাকে শাওনের হাত থেকে রক্ষা করে। এক পর্যায়ে শাওন মাসুদকে প্রাণনাশের হুমকি দিয়ে স্থানত্যাগ করে।

পরদিন ৩ অক্টোবর সকালে মাসুদকে পাওনা টাকা পরিশোধ করে দেবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় শাওন। এরপর মাসুদের আর খোঁজ পাওয়া যায়নি। একই দিন বিকেলে স্থানীয় পাটওয়ারী বাড়ির আবুল হোসেন পাটওয়ারী শাসনগাছা-মাঝিগাছা সড়কের পূর্ব পাশে অবস্থিত বাড়ির উত্তর দিকে রেনু মিয়ার ডোবার পশ্চিম পাশে কাদাযুক্ত পানির ভেতর মাসুদের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। মাসুদের পিতা রুহুল আমিন মোল্লা জানান, শাওন ৩-৪ জনকে সাথে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলে মাসুদকে শ্বাসরোধ করে কিংবা অন্য কোনো পন্থা অবলম্বন করে হত্যা করেছে। আমি এসব হত্যাকারীর বিচার চাই।

মাসুদ হত্যায় তার বাবা সোমবার কচুয়া থানায় মামলা দায়ের করেন, যার নং ০২ (১০)/২১। থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই, তারা মাসুদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠায়। অভিযুক্ত শাওনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক চাঁদপুর জেলায় যতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, ততোটিরই রহস্য উন্মোচন ও আসামী ধরতে সক্ষম হয়েছে পুলিশ। আমাদের বিশ্বাস, মাসুদ মোল্লার হত্যাকারীকেও খুব দ্রুত গ্রেফতারে সক্ষম হবে পুলিশ। এক হাজার টাকা পরিশোধ না করে একজন শাওন পাওনাদার মাসুদকে আর কী কারণে হত্যা করেছে সেটাও পুলিশ বের করতে পারবে বলে আমাদের ধারণা। মাত্র ১ হাজার টাকার পাওনা চাইতে গিয়ে মাসুদের মৃত্যু যতোটা না তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের জন্যে কষ্টের, ততোটা প্রতিটি সংবেদনশীল মানুষেরও। আমরা মাসুদ হত্যায় সংশ্লিষ্ট সকল হত্যাকারীর দ্রুত বিচার চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়