শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সড়কে কর্তৃত্ববাদী আচরণের টেকসই অবসান হোক

অনলাইন ডেস্ক
সড়কে কর্তৃত্ববাদী আচরণের টেকসই অবসান হোক

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ দেশের বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে কোনো বিশেষ গোষ্ঠী বা সিন্ডিকেটের কর্তৃত্ববাদী আচরণ চলে আসছে। ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদের কবল থেকে রেহাই পেয়ে দ্বিতীয় স্বাধীনতা লাভ করার পর বিভিন্ন সেক্টরে কর্তৃত্ববাদী আচরণের অবসান ঘটলেও সব সড়ক থেকে সেটার অবসান হয়নি। এর মধ্যে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক উল্লেখযোগ্য। এ সড়কে কুমিল্লায় অবস্থানকারী পরিবহন ব্যবসায়ী আঃ হক আশির দশক থেকে বোগদাদ ট্রান্সপোর্টের নামে সুনামের সাথে চাঁদপুর -কুমিল্লা রূটে বাস সার্ভিস চালিয়ে আসছিলো। এতে মুড়ির টিনমার্কা লোকাল বাস-যুগের অবসান ঘটে। আর এতেই বোগদাদের চাঁদপুর-কুমিল্লা দেড় ঘণ্টার সার্ভিস বহাল থাকেনি। এই সড়কের রাজা হয়ে বোগদাদ কর্তৃপক্ষ হয়ে যায় স্বেচ্ছাচারিতা ও কর্তৃত্ববাদের দৃষ্টিকটু হোতা। আড়াই-তিন ঘণ্টার সার্ভিসে পরিণত হয়ে যায় এবং ভাড়ার ক্ষেত্রে স্বনির্ধারণী ক্ষমতার অধিকারী হয়ে যায়। এর বিপরীতে যারাই তুলনামূলক কম ভাড়া ও কম সময়ের সার্ভিসে আসতে চেয়েছে, বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা, স্থানীয় মাস্তান-সন্ত্রাসীদের হাত করে বোগদাদ কর্তৃপক্ষ তাদের টুটি চেপে ধরেছে। ফলে একের পর এক বিদায় নিতে হয়েছে তাদের। সর্বশেষ বিদায় নিয়েছে রিল্যাক্স। তারপর কুমিল্লার অতি ক্ষমতাধর আওয়ামী লীগের এমপি আকম বাহারউদ্দিন বাহারের নগ্ন হস্তক্ষেপে ও অন্যায্য সহযোগিতায় আইদি পরিবহনকে বিদায় করে দেবার চক্রান্তে মাতে হক-সিন্ডিকেট। কিছুটা সফলও হয়। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বাহারের দল আওয়ামী লীগের চরম লজ্জাজনক বিদায়ের পর এখন মুখ খোলার সাহস পেয়েছে এবং সেজন্যে এই পরিবহনের প্রধান উদ্যোক্তার নিজ এলাকা শাহরাস্তিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। এ ব্যাপারে চাঁদপুর কণ্ঠ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সংবাদ।

চাঁদপুর কণ্ঠে প্রকাশিত সংবাদে মোঃ মঈনুল ইসলাম কাজল লিখেছেন, বৈষম্য থেকে মুক্তি পেতে শাহরাস্তি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে আইদি পরিবহন কর্তৃপক্ষ। ২৩ সেপ্টেম্বর দুপুরে সংবাদ সম্মেলনে আগামী এক মাসের আলটিমেটাম দেয়া হয়। পরিবহনটির ব্যবস্থাপনা পরিচালক মীর পারভেজের উপস্থিতিতে উপদেষ্টা হাবিবুর রহমান পাটোয়ারী বলেন, চাঁদপুর জেলার জনগণের আস্থার প্রতীক আইদি পরিবহন বিগত দিনগুলোতে বৈষম্যের শিকার হয়েছে। জুলাই মাস থেকে যাত্রা শুরু করার পর থেকে কুমিল্লা জেলায় যেতে পারছে না আইদি পরিবহন। অথচ বোগদাদ পরিবহন চাঁদপুর জেলার অনুমতি না থাকলেও ক্ষমতার দাপটে চাঁদপুর জেলায় যাত্রী পরিবহন করছে। তিনি বলেন, চাঁদপুর জেলা আরটিসির সভায় আইদি পরিবহন অনুমতি লাভ করে। কিন্তু তৎকালীন সরকারের প্রভাবশালী এমপির হস্তক্ষেপে কুমিল্লা জেলার আরটিসির সভায় আইদি পরিবহনকে অনুমতি দেয়া হয়নি। আমরা এর তীব্র নিন্দা জানাই। আগামী এক মাসের মধ্যে কুমিল্লা জেলায় অনুমতি পাওয়া না গেলে আমরা ছাত্র-জনতার উদ্যোগে কঠিন আন্দোলন গড়ে তুলবো। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যথাযথ পদক্ষেপ কামনা করবো। আইদি পরিবহনের আরেক উপদেষ্টা তাজুল ইসলাম সুমন বলেন, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কুমিল্লা জেলার মধ্যে মাত্র দুটি স্টেশন আর চাঁদপুর জেলায় নয়টি, তারপরও চাঁদপুরের পরিবহনকে তারা ক্ষমতার দাপটে কোণঠাসা করে রেখেছে। তাদের নগ্ন হস্তক্ষেপের কারণে ইতোমধ্যেই বহু পরিবহন বন্ধ হয়ে গেছে। মানব কল্যাণে প্রতিষ্ঠিত আইদি পরিবহন কখনোই বন্ধ হবে না, প্রয়োজনে চাঁদপুরে বোগদাদ প্রবেশ করতে দেয়া হবে না। আইদি পরিবহনের ম্যানেজার মনির হোসেন বেপারী বলেন, আমাদের আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা জেলার আরটিসি সভায় আইদি পরিবহনের বিষয়টি উপস্থাপন করা হয়। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এমপি আ ক ম বাহার উদ্দিনের একটি ফোন কলে অনুমতির বিষয়টি নাকচ করা হয়। আমরা আইদি পরিবহনের জন্যে কুমিল্লা টার্মিনালে অফিস নিয়েছি। তারা আমাদের অফিস দখল করে নেয়। আমরা চাঁদপুরের মানুষ হিসেবে সবসময়ই কুমিল্লার কাছে জিম্মি হয়ে রয়েছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই বর্তমান সরকারের সময় সমাজ থেকে সকল বৈষম্য দূর হোক--এটাই আমাদের প্রত্যাশা। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরও বলেন, জগতপুর থেকে চাঁদপুর পর্যন্ত প্রতিদিন চলছে আইদি পরিবহন। ইতোমধ্যেই যাত্রীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে সড়কে বৈষম্য দূর করার কোনো বিকল্প নেই।

আমরা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক থেকে প্রায় চল্লিশ বছর ধরে সার্ভিস প্রদানকারী বোগদাদ ট্রান্সপোর্টের বিদায় প্রত্যাশা করি না। তবে প্রতিযোগিতার মাধ্যমে উন্নত সেবা বজায় রাখার জন্যে প্রতিপক্ষ সার্ভিসের শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাশা করছি। আমরা আইদি পরিবহনের একমাসের আল্টিমেটামকে গুরুত্ব দেয়ার জন্যে কুমিল্লা ও চাঁদপুরের পুলিশ প্রশাসন, বিআরটিএ সহ সংশ্লিষ্ট অন্য সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আমরা মনে করি, হক-সিন্ডিকেটের প্রভাবে বোগদাদের জন্যে আইন না মানার ক্ষেত্রে শৈথিল্য আর আইদি পরিবহনের জন্যে কঠোরতাণ্ড-এটা চরম বৈষম্য। এই বৈষম্য নিরসনে সময়োচিত সাড়া এবং সমকালীন প্রেক্ষাপট বিবেচনায় উপযুক্ত ব্যবস্থাগ্রহণই হবে যথার্থ। অন্যথায় হবে বিস্ফোরণ, যা মোকাবেলা করা হবে হয়তো কঠিন, নয়তো ব্যাপক ক্ষয়ক্ষতির স্বাক্ষর। আমরা এমনটি মোটেও প্রত্যাশা করি না, আমরা প্রত্যাশা করি শান্তিপূর্ণ সমাধান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়