শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০০:০০

রাজনৈতিক দলের কারণ দর্শানোর নোটিস এবং ফলাফল

অনলাইন ডেস্ক
রাজনৈতিক দলের কারণ দর্শানোর নোটিস  এবং ফলাফল

চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত এমন কোনো পত্রিকা নেই, যেটাতে গতকাল ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ : ফরিদগঞ্জে ইউনিয়ন বিএনপির দু সভাপতিকে শোকজ’ শিরোনামের সংবাদটি ছাপা হয় নি। কারণ, এমনটি ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর চাঁদপুর জেলার হাজীগঞ্জ ছাড়া আর অন্য কোথাও প্রকাশ্যে দেখা যায় নি। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক নিজ দায়িত্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নিয়েছেন, যেগুলো গণমাধ্যম আসে নি। তবে সাধারণ্যে তৈরি হওয়া ইতিবাচক ইমেজ বাতাসে ভেসে বেড়াচ্ছে। এরই মধ্যে ফরিদগঞ্জে দু ইউনিয়ন বিএনপি সভাপতিকে দেয়া শোকজ তথা কারণ দর্শানোর নোটিস এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বহুল প্রচার যেন বোমা ফাটানোর আওয়াজ সৃষ্টি করেছে।

ফরিদগঞ্জের আলোচিত দু শোকজ সংক্রান্ত সংবাদে চাঁদপুর কণ্ঠে লিখা হয়েছে, চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিয়াজীকে শোকজ করা হয়েছে। ১৭ আগস্ট শনিবার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৭ আগস্ট শনিবার প্রদত্ত শোকজের বিবরণীতে প্রকাশ, সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েও ইতিপূর্বে আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন সভা- সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ অবমাননা করে সংগঠনের নিয়মশৃঙ্খলা ভঙ্গ করে স্থানীয় মানুষদের হুমকি-ধমকি প্রদর্শন করে বিভিন্ন অংকের টাকা চাঁদা দাবি করে আসছেন। অন্যদিকে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়াজীর বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনের যোগসাজশে স্থানীয় কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পংকজ শর্মাকে স্কুল থেকে তাড়ানোর অপতৎপরতার অভিযোগ আনা হয়। যা বিএনপির ভাবমূর্তি হানিকর ও শৃঙ্খলা ভঙ্গকারী। উভয়কেই কারণ দর্শানো নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমরা সদ্য বিদায়ী হাসিনা সরকারের আমলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা পর্যায়ের বড়ো নেতা ও রাঘব বোয়াল প্রকৃতির প্রভাবশালী ইউনিয়ন পর্যায়ের নেতাকে শোকজ করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বোমা ফাটানোর মতো আওয়াজ করতে দেখেছি। তবে তাদের শায়েস্তা করার মতো ফলাফল দেখিনি। গণঅভ্যুত্থান-পরবর্তীতে দেশের বৃহত্তম দল বিএনপি চাঁদপুরের বিভিন্ন উপজেলায় বা স্থানে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে শোকজ দিয়ে কী ব্যবস্থা নেয় তথা ফলাফল কী দাঁড়ায় সেটাই কৌতূহলীদের দেখার অপেক্ষা। এই ফলাফলও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসুক--সেটাই অনেকের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়