সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ০০:০০

এমন কর্মশালা আয়োজনে ধন্যবাদ তিনি পেতেই পারেন

এমন কর্মশালা আয়োজনে ধন্যবাদ তিনি পেতেই পারেন
অনলাইন ডেস্ক

সমাজের কল্যাণে-উন্নয়নে, বিশেষ করে কাক্সিক্ষত কোনো পরিবর্তন আনয়নে অন্তত তিনটি ক্ষেত্রে একদল নিবেদিতপ্রাণ মানুষকে অবদান রাখতে হয়। এদের মধ্যে একজন মানুষ তিনটি ক্ষেত্রেই অবদান রাখা সাধারণত অসম্ভব হয়ে পড়ে। এ তিনটি বিষয় বা ক্ষেত্র হচ্ছে : সময়, অর্থ ও অভিজ্ঞতা। কেউ অক্লান্ত শ্রম তথা সময় দিতে পারলেও অর্থ ও অভিজ্ঞতা বিলিয়ে দিতে পারে না। আবার কেউ অর্থ দিতে পারলেও সময় দিতে পারে না, অভিজ্ঞতার আলোকে পথনির্দেশ দিতে পারে না। আর অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ ও পথনির্দেশ দিতে পারলেও কখনও কখনও অর্থ ও সময় দানে অপারগতা স্বীকার করেন। এদের মধ্যে ব্যতিক্রমভাবে সময়, অর্থ ও অভিজ্ঞতা এ তিনটি ক্ষেত্রে কেউ কেউ অবদান রেখে নেতৃত্বের পর্যায়ে চলে যান কিংবা শ্রদ্ধার পাত্র হয়ে যান। উন্নত বিশে^ অর্থদানের জন্যে প্রচুর লোক খুঁজে পাওয়া গেলেও নিঃস্বার্থভাবে সময় ও শ্রম দেয়ার লোক সাধারণত খুঁজে পাওয়া যায় না।

বাংলাদেশ এখনও উন্নত দেশ হতে পারে নি, তবে উন্নয়শীল দেশ। এদেশের সর্বস্তরের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যুবকদের মধ্যে ভালো কাজে স্বেচ্ছাশ্রম দেয়ার সুনাম রয়েছে। বাংলাদেশ সফরে এসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর প্রেসিডেন্ট এমন সুনাম করেছেন। তিনি বিশে^র বিভিন্ন দেশে টিআইর কার্যক্রমে গবেষণা, জরিপ ইত্যাদির গতানুগতিক প্রাধান্য দেখলেও বাংলাদেশে এসে দেখেন, এখানে টিআইবির কার্যক্রমের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও স্বচ্ছতার জন্যে নাগরিক (স্বজন) নামে সমাজের সুধীবৃন্দ যুক্ত হয়ে সময়, শ্রম ও অভিজ্ঞতা দিয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। শুধু তা-ই নয়, তরুণ শিক্ষার্থী ও যুব বয়সী নারী-পুরুষ ইয়ূথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) ও ইয়েস ফ্রেন্ডস নামে পৃথক সাংগঠনিক কাঠামোর অন্তর্ভুক্ত হয়ে বর্তমান ও ভবিষ্যৎ জীবনকে দুর্নীতিমুক্ত রাখার প্রয়াস চালানো ও অঙ্গীকার করার পাশাপাশি সনাক ও স্বজনের সামগ্রিক কার্যক্রমে নিঃস্বার্থভাবে শ্রম ও সময় দিয়ে যাচ্ছেন। এতে টিআইর প্রেসিডেন্ট সুনামের পাশাপাশি বিস্ময়ও প্রকাশ করেছেন।

বর্তমানে চলছে ভয়াবহ করোনাকাল। করোনাক্রান্ত রোগীদের চাপে দেশের প্রায় প্রতিটি হাসপাতাল বেসামাল। অক্সিজেনের জন্যে চলছে হাহাকার। এমতাবস্থায় দেশের সচেতন শিক্ষার্থী ও যুবকদের একটি অংশ বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে করোনায় মুমূর্ষু রোগীদের অক্সিজেন সেবা দিতে মাঠে নেমেছে। তারা শুধু হাসপাতালে নয়, বাসা-বাড়িতেও অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে। এ নিয়ে সচেতন সরকারি কর্তাব্যক্তি ও চিকিৎসকগণ কথা তুলেছেন যে, শুধু অক্সিজেন সিলিন্ডার দিয়েই করোনা রোগীর চিকিৎসার কাজ শেষ হয় না, অক্সিজেন ব্যবহারের নিয়ম ও মাত্রা সম্পর্কিত চিকিৎসকের নির্দেশনা মানার অনিবার্যতা রয়েছে। এমন কথার প্রেক্ষিতে চাঁদপুর কণ্ঠে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এ প্রতিবেদন থেকে জানা যায়, চাঁদপুর জেলায় অন্তত ৬৭টি সংগঠনের প্রায় ৬শ’ স্বেচ্ছাসেবী করোনা রোগীদেরকে কমপক্ষে ৮০০ সিলিন্ডার দিয়ে অক্সিজেন সেবা দিচ্ছেন, যাদের নব্বই শতাংশের অক্সিজেন ব্যবহারের নিয়ম ও মাত্রা সংক্রান্ত স্বচ্ছ জ্ঞান নেই। এতে রোগীদের উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনা প্রবল। জেলার ৬৭টি অক্সিজেন সেবা প্রদানকারী সংগঠনের প্রায় এক তৃতীয়াংশ (২১-এর অধিক) ফরিদগঞ্জ উপজেলায় বিদ্যমান। এদেরকে নিরুৎসাহিত করা ও ভর্ৎসনার পরিবর্তে যদি ন্যূনতম প্রশিক্ষণ দিয়ে অক্সিজেন ব্যবহারে প্রশিক্ষিত করা যায়, তাহলে সেটা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বস্তুত কাজেই আসবে। সে লক্ষ্যে গতকাল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর উদ্যোক্তা সাবেক ছাত্রনেতা, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এজন্যে তিনি বিশেষ ধন্যবাদ পাওয়ার দাবিদার হয়ে গেছেন বলে মনে করি। এমনটি চাঁদপুরের প্রতিটি উপজেলাসহ দেশের সর্বত্র আয়োজন করা উচিত বলে সচেতন মহলের অভিমত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়