বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০

অনিয়মমুক্ত হোক ‘বীর নিবাস’
অনলাইন ডেস্ক

সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’ যথাযথ মান বজায় রেখে নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি রাজধানীর অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্যে আবাসন (বীর নিবাস) নির্মাণ প্রকল্প কার্যালয়ে এ প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তৃতার সময় উক্ত নির্দেশনা দেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের জন্যে ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ করা হচ্ছে। প্রথমে ১৪ হাজার ‘বীর নিবাস’ অনুমোদন হলেও প্রধানমন্ত্রী পরে ৩০ হাজার ‘বীর নিবাস’ অনুমোদন দেন। প্রতিটিতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার টাকা। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিক ভালোবাসার প্রতিফলন হচ্ছে এই ‘বীর নিবাস’।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়ন সহজীকরণের জন্যে উপজেলাভিত্তিক বাস্তবায়ন কমিটির মাধ্যমে ‘বীর নিবাস’ নির্মাণ করা হচ্ছে। এ কমিটিতে কর্মকর্তাদের পাশাপাশি বাড়ি বরাদ্দপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকেও রাখা হয়েছে, যাতে তিনি তার বাড়ির কাজ বুঝে নিতে পারেন। মন্ত্রী বাড়ি নির্মাণের ছবি ও ভিডিও ধারণ করতে এবং বাড়ি বরাদ্দপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে বলেন, প্রকৃত অসচ্ছল এবং সঠিক তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধারা যাতে ‘বীর নিবাস’ বরাদ্দ পান তা আপনারা নিশ্চিত করবেন।

বীর মুক্তিযোদ্ধাদের জন্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নির্মিতব্য বাসস্থানের নাম ‘বীর নিবাস’ নির্ধারণ করাটা যথোপযুক্ত হয়েছে বলে আমরা মনে করি। দেশের স্বাধীনতার জন্যে জীবন বাজি রেখে যারা বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, তাদের বাসস্থানের এর চেয়ে সুন্দর কী নাম হতে পারে তা আমাদের জানা নেই। ‘বীর নিবাস’ নামটি বরাদ্দ বা উপহারপ্রাপ্ত প্রতিটি মুক্তিযোদ্ধাকে যেমন উদ্দীপ্ত করবে, তেমনি তাঁর উত্তর প্রজন্মকেও করবে।

চাঁদপুর সদর উপজেলায় ১২ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার নামে ‘বীর নিবাস’ নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে ১০টি ‘বীর নিবাসে’র কাজ শুরু হয়েছে। চার শতাংশ জায়গার ওপর প্রতিটি ‘বীর নিবাস’ হবে বলে জানা গেছে। অন্যান্য উপজেলায় ‘বীর নিবাস’ নির্মাণ কাজ শুরু হয়েছে কিংবা হবে এমন পর্যায়ে রয়েছে।

তিক্ত হলেও বলা দরকার যে, মুক্তিযোদ্ধা সংসদের জন্যে জেলা/উপজেলাওয়ারী যেসব ভবন নির্মাণ করা হয়েছে, তার অনেকটাতেই অনিয়ম করা হয়েছে। যার ফলে বাহ্যিকভাবে অনেক ভবন দৃষ্টিনন্দন হলেও মানসম্পন্ন হয়নি। বীর মুক্তিযোদ্ধাদের বাসস্থান ‘বীর নিবাস’-এর নির্মাণ কাজ অনিয়মমুক্ত থাকুক, মানসম্পন্ন হোক-এটা শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কেন সচেতন প্রতিটি মানুষই প্রত্যাশা করে। এ প্রত্যশা পূরণ হোক-সেটাই আমরা চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়