সোমবার, ১৪ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০

আল হাদিস

অনলাইন ডেস্ক
আল হাদিস

দো’আর ফল অনিবার্য। যদিও হতে পারে আপনার চোখে আপনি তা দেখেন না। তাই স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হোন এবং বলুন : সম্ভবত তিনি আমার দো’আয় এমনভাবে সাড়া দিয়েছেন যা আমি বুঝি না।

সহীহ হাদীসে বর্ণিত আছে যে, নবী বলেছেন, ‘এমন কোনো মুসলিম নেই যে আল্লাহর কাছে দো’আ করে আর তার কোনো পাপ নেই বা পরিবারের বন্ধন ছিন্ন করেনি, অথচ আল্লাহ্ তাকে তিন পদ্ধতির যে কোনোভাবে পুরস্কার দেবেন : হয়তো আল্লাহ্ তার দো‘আ? তাৎক্ষণিকভাবে সাড়া দেবেন, বা তিনি পরকালে প্রতিদান দেয়ার জন্য জমা রাখবেন, অথবা এই কারণে তার সমপরিমাণ পাপ মোচন করে দেবেন।’

সাহাবাগণ (রাঃ) জানতে চাইলেন : ‘আমরা যদি অনেক বেশি দো’আ করি?’

তিনি বললেন, ‘আল্লাহ্ ততোধিক মহান।’

[হাদীসটি আহমদ সংকলন করেছেন। সহীহুল তারগীব ওয়াত্তারহীব (১০৭৪৯) গ্রন্থে আল-আলবানী হাদীসটিকে হাসান সহীহ বলে রায় দিয়েছেন।]

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়