প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০
আল হাদিস
অনলাইন ডেস্ক
হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সাঃ) ইরশাদ করেন, একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যথা :
১. কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেয়া।
২. কোন মুসলমান আহ্বান করলে তার আহ্বানে সাড়া দেয়া।
৩. কোন মুসলমান হাঁচি দিলে তার জবাব দেয়া।
৪. রোগাক্রান্ত হলে তার সেবা-যত্ন করা।
৫. কোন মুসলমান মূত্যুবরণ করলে তার জানাজায় অংশ নেয়া।
৬. নিজের যা পছন্দ অন্যের জন্যেও তা পছন্দ করা।
- তিরমিযি ও দারেমী,
হাদিস নং ৪৪৩৬।