প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ২১:০২
ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার ও পাইপ ভেঙ্গে দিল ভ্রাম্যমাণ আদালত
চলমান লকডাউনের সুযোগে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে বালি উত্তোলনের সংবাদ প্রকাশিত হওয়ার পর কর্তৃপক্ষের তা' নজরে আসলে আজ সোমবার নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার ও পাইপ ভেঙ্গে দিয়েছে।
|আরো খবর
এ সময় তারা দুটি ড্রেজারের মালিকানার খুজে পায়নি। এ ব্যাপারে নিবার্হী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জানান, সরকার ইতিমধ্যেই ফসলি জমি রক্ষা ও অবৈধ ড্রেজিংয়ের বিষয়ে কঠোর। তাই আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ড্রেজার মেশিন ভেঙ্গে দিয়েছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সোমবারের দৈনিক চাঁদপুরকণ্ঠে লকডাউনের সুযোগে অবৈধ ভাবে বালি উত্তোলন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।