প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:২০
শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে শ্রীনগরে বিদ্যাদেবীর আরাধনা

|আরো খবর
উপজেলার বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে পূজা অনুষ্ঠিত হয়। সকাল ১১:৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নীলকমল দাস। তাকে সহযোগিতা করেন শিক্ষক তপন দাস ও সাধন শিকদার।
পূজা মণ্ডপগুলোতে সকাল থেকেই ভক্ত ও শিক্ষার্থীদের ভিড় পরিলক্ষিত হয়। আয়োজনের মূল আকর্ষণ ছিল পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে দেবীর আরাধনা। এসময় শিক্ষার্থীরা তাদের পাঠ্যপুস্তক ও কলম দেবীর চরণে অর্পণ করে আশীর্বাদ প্রার্থনা করে।
উৎসবের সুর: ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে চারদিকে এক আধ্যাত্মিক ও আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় আচার শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিদ্যার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে বিকেলে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
ডিসিকে/এমজেডএইচ






