মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪

প্রবাসী কল্যাণ উপদেষ্টা সৌদি প্রবাসী আবদুল গনিকে তুলে দিলেন সিআইপি ও এনআরবি সম্মাননা

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
প্রবাসী কল্যাণ উপদেষ্টা সৌদি প্রবাসী আবদুল গনিকে তুলে দিলেন সিআইপি ও এনআরবি সম্মাননা

বাংলাদেশ সরকারের উদ্যোগে সিআইপি (ঈড়সসবৎপরধষষু ওসঢ়ড়ৎঃধহঃ চবৎংড়হ) এবং এনআরবি (ঘড়হ-জবংরফবহঃ ইধহমষধফবংযর) ২০২৪-২০২৫ সম্মাননায় ভূষিত হয়েছেন বাগান বাজার ইউনিয়নের কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সৌদি আরব প্রবাসী আবদুল গনি।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তঁাকে এই সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের হাত থেকে সিআইপি ও এনআরবি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন প্রবাসী ব্যবসায়ী আবদুল গনি।

এ বছর দেশব্যাপী ৮৬ জন সিআইপি (ঈওচ)-এর মধ্যে চট্টগ্রাম জেলার প্রবাসীদের মধ্যে সর্বোচ্চ ৩৪ জনকে সিআইপি (ঈওচ) হিসেবে নির্বাচিত করা হয়েছে। যার মধ্যে ফটিকছড়ির মতিন নগর, বাগান বাজার ইউনিয়ন থেকে আবদুল গনির নাম রয়েছে এবং অন্যান্য উপজেলার অনেক দক্ষ প্রবাসীও তালিকায় স্থান পান। সৌদি আরব থেকে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সিআইপি ও এনআরবি সম্মাননা পেয়েছেন তিনজন।

সিআইপি পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ী আবদুল গনি সৌদি আরবে দীর্ঘ প্রবাস জীবনে কঠোর পরিশ্রম, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

প্রবাসে অবস্থান করেও তিনি দেশের মানুষের কল্যাণে নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিশেষ করে শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে তার অবদান স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

রাষ্ট্রীয় এই স্বীকৃতি সম্পর্কে স্থানীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, চট্টগ্রাম বাগান বাজারের কৃতী সন্তান আবদুল গনির এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো বাগান বাজার ইউনিয়ন তথা ফটিকছড়ি উপজেলার জন্যে গর্বের। তঁার সাফল্য নতুন প্রজন্মের জন্যে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে ।

এ উপলক্ষে বাগান বাজার ইউনিয়ন প্রবাসী ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠন তঁাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দেশ ও মানুষের কল্যাণে তার অবদান অব্যাহত রাখবেন । মানুষের কল্যাণে তিনি কাজ করে যাবেন বলেও প্রত্যাশা করেন প্রবাসীরা।

আবদুল গনির সিআইপি প্রাপ্তিতে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়সহ সংগঠনের অন্য সদস্যরা।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা সৌদি প্রবাসী আবদুল গনির হাতে সিআইপি সম্মাননা তুলে দিচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়