বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭

স্পেনে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
স্পেনে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ দূতাবাস, মাদ্রিদে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস উদ্যাপন করেছে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন স্পেনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিগণ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ এবং তাদের পরিবারবর্গ।যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান অনুষ্ঠানের সূচনা করেন। পরবর্তীতে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।দূতাবাসের অডিটোরিয়ামে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার পৃথক বাণীসমূহ পাঠ করা হয়। এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর এবং সংস্কৃতি মন্ত্রণালয় হতে প্রাপ্ত দুটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত মাসুদুর রহমান তাঁর স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। পরবর্তীতে স্পেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিগণ, স্পেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তাঁদের স্বতঃস্ফূর্ত বক্তব্য প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়