রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:৩৫

শাহরাস্তির পর বিডি ক্লিনকে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে চাই

অনলাইন ডেস্ক
শাহরাস্তির পর বিডি ক্লিনকে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে চাই

শাহরাস্তিতে ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত ওয়াকওয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিডি ক্লিন সদস্যদের শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। তিনি ওয়াকওয়েটি পরিচ্ছন্ন রাখাটা নাগরিক হিসেবে প্রত্যেকের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন। এ সময় তিনি বিডি ক্লিনের সদস্যদের নিয়ে ওয়াকওয়ের পাশে বৃক্ষরোপণ করেন। উপজেলার ছিখুটিয়া ব্রিজ সংলগ্ন ওয়াকওয়ে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত পুরো ওয়াকওয়েতে চলমান ছিলো। বিডি ক্লিনের সদস্যরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ডাকতিয়া নদীর পাড়ে ওয়াকওয়ের পাশে থাকা সকল ময়লা ও আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এ সময় বিডি ক্লিন চঁাদপুরের সমন্বয়ক শরীফ বলেন, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে ওয়াকওয়ের সৌন্দর্য হারায়। এখানে পরিষ্কার রাখাটা সকলের দায়িত্ব। এই পরিচ্ছন্নতা অভিযানের ফলে এখানে মনোরম পরিবেশ ফিরে আসবে।

শাহরাস্তির কোনো স্বেচ্ছাসেবী সংগঠন ডাকাতিয়া নদীর তীরস্থ ওয়াকওয়েটি পরিচ্ছন্ন করার উদ্যোগ না নিতে পারলেও জাতীয় পর্যায়ের সংগঠন বিডি ক্লিনের চঁাদপুর শাখা সেটি করে দেখিয়ে দিয়েছে। এর কারণ হচ্ছে, যুবকদের এ সংগঠনটি বাংলাদেশকে পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ২০১৬ সালের ৩ জুন থেকে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আসছে। সপ্তাহের প্রতি শুক্রবার দেশের যে কোনো একটি স্থান নির্বাচন করে বিডি ক্লিন সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায় এবং আশেপাশের অধিবাসীদের পরিচ্ছন্ন বাংলাদেশের সুফল সম্পর্কে জানান দেয় এবং সচেতনতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থান, বিশেষ করে ডাস্টবিনে ফেলতে উদ্বুদ্ধ করে। বিডি ক্লিনের এমন কার্যক্রম চঁাদপুর শহরে এবং ফরিদগঞ্জে খুব প্রয়োজন। আমরা আশা করি, অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের নেতৃত্বাধীন ‘ক্লিন চঁাদপুর’-এর নেতৃবৃন্দ বিডি ক্লিনের চঁাদপুর সমন্বয়কের সাথে কিংবা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে পরিচ্ছন্ন চঁাদপুর গড়ার ব্যাপারে সম্মিলিত উদ্যোগ নেবেন। ‘ক্লিন চঁাদপুর’ নিজেরা পরিচ্ছন্ন চঁাদপুর করতে যতোটা সামথর্য রাখুক না কেনো, বিডি ক্লিন থেকে অভিজ্ঞতা নিয়ে সে সামথর্যকে অনেক বাড়াতে পারবে। আর চঁাদপুর ও ফরিদগঞ্জের ডাকাতিয়া নদীকে কচুরিপানামুক্ত করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিডি ক্লিনের সাথে যোগাযোগ করা দরকার। চঁাদপুরের সাবেক জেলা প্রশাসক কামরুল হাসান বিডি ক্লিনের সাথে যোগাযোগ করে ও সভা করে ফরিদগঞ্জ-চঁাদপুরের ডাকাতিয়া নদীর কচুরিপানা পরিষ্কার করার ব্যাপারে জোরালো উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু কোটাবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের কারণে সে উদ্যোগটি বাস্তবায়ন হয় নি। এবার চঁাদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন জেলা প্রশাসনসহ বিডি ক্লিনের সাথে যোগাযোগ করে দ্রুত উদ্যোগ গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস রাখি ও প্রত্যাশাও করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়