শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ২১:০৬

শাহরাস্তি ওয়াকওয়েতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন

উদ্বোধন করলেন ইউএনও

মো. ফয়সাল আহমদ।।
শাহরাস্তি ওয়াকওয়েতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন

শাহরাস্তিতে ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত ওয়াকওয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।

শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিডি ক্লিন সদস্যদের শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন। তিনি ওয়াকওয়েটি পরিচ্ছন্ন রাখাটা নাগরিক হিসেবে প্রত্যেকের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন। এ সময় তিনি বিডি ক্লিনের সদস্যদের নিয়ে ওয়াকওয়ের পাশে বৃক্ষরোপণ করেন।

উপজেলার ছিখুটিয়া ব্রিজ সংলগ্ন ওয়াকওয়ে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত পুরো ওয়াকওয়েতে চলমান ছিলো।

বিডি ক্লিনের সদস্যরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ডাকতিয়া নদীর পাড়ে ওয়াকওয়ের পাশে থাকা সকল ময়লা ও আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করেন।

এ সময় বিডি ক্লিন চাঁদপুরের সমন্বয়ক শরীফ বলেন, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে ওয়াকওয়ের সৌন্দর্য হারায়। ফলে এখানে পরিষ্কার রাখাটা সকলের দায়িত্ব। এই পরিচ্ছন্নতা অভিযানের ফলে এখানে মনোরম পরিবেশ ফিরে আসবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদ আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়