প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:০৯
মতলব উত্তর উপজেলা ফুটবল দলকে অভিনন্দন

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল। আর রানার্সআপ হয়েছে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল। চ্যাম্পিয়ন দল পেয়েছে ২০ হাজার টাকার প্রাইজ মানি ও ট্রফি এবং রানারআপ দল পেয়েছে ১৫ হাজার টাকা ও ট্রফি। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ফাইনাল খেলায় অংশ নেয় ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলা দল। টাইব্রেকারে ফরিদগঞ্জের সাথে ৪-৩ গোলে জয়লাভ করে মতলব উত্তর উপজেলা। ফাইনালে দু দলই স্থানীয় খ্যাতিমান ফুটবলার নিয়ে মাঠে নামে। মাঠে ফাইনাল উপলক্ষে গ্যালারি ছিলো দর্শকে পরিপূর্ণ। খেলার শুরু থেকে দু দলই আক্রমণাত্মক খেলা খেলে। খেলার প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে দু দলই গোল দেয়ার জন্যে মরিয়া হয়ে উঠে। ফরিদগঞ্জ দল বেশ ক’টি সহজ গোল মিস করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ মোহসীন উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. জালাল আহমেদসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ ক্রীড়া সংগঠকরা।
চাঁদপুর জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে অংশ নেয় জেলার ৮ উপজেলা। গত ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার বিকেলে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এক মাসের কম সময়ের মধ্যে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপ্তি হওয়াটা বিরল ঘটনাই বটে। অতীতে চাঁদপুর স্টেডিয়ামে কোনো টুর্নামেন্টের এতো দ্রুত সমাপ্তি খুবই কমই দেখা গেছে। কিছু টুর্নামেন্টের তো জাঁকজমকপূর্ণ শুরু দেখা গেছে, কিন্তু শেষ আর দেখা যায় নি। জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রভাবশালীদের চাপে স্বাভাবিক কার্যক্রম চালাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে, স্বীয় অস্বচ্ছতার জন্যে নতজানু মানসিকতায় চলতে হয়েছে, অন্যায়ের সাথে আপস করতে হয়েছে। সেজন্যে বার্ষিক ক্রীড়াসূচি পালনে গোলমাল পাকাতে হয়েছে। এমন অতীত বাস্তবতার প্রেক্ষাপটে ২৭ দিনের মাথায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ করতে পারাটা অনেক বড়ো কৃতিত্বের বিষয়। সেজন্যে এ টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানাই এবং চ্যাম্পিয়ন মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা দলকে অভিনন্দন জানাই।
বলা দরকার, অতীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বারবার চ্যাম্পিয়ন হওয়া ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা দল ভালো খেলেও গোলের সহজ সুযোগ নষ্ট করে টাই ব্রেকারে দুর্ভাগ্যজনকভাবে ৪-৩ গোলে হেরে চ্যাম্পিয়ন হতে পারে নি। এতে খুব বেশি দুঃখ করার কিছু নেই। কেননা পুরো টুর্নামেন্টেই ফরিদগঞ্জের দলটি ভালো খেলেছে। ফরিদগঞ্জের একাধিক ফুটবল একাডেমিতে প্রশিক্ষিত খেলোয়াড়রা ফেয়ার প্লে উপহার দিয়ে দর্শক ও ক্রীড়াবোদ্ধাদের নজর কেড়েছে। এজন্যে রানার্সআপ হলেও তাদেরকে জানাই অভিনন্দন। ফুটবলের জনপ্রিয়তা পুনরুদ্ধারে ফরিদগঞ্জের ভূমিকা ভবিষ্যতেও অটুট ও অম্লান থাকুক সে প্রত্যাশা ব্যক্ত করছি।